সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কে জিতবেন ব্যালন ডি’অর

ক্রীড়া ডেস্ক

কে জিতবেন ব্যালন ডি’অর

কে জিতবেন এবারের ব্যালন ডি’অর ট্রফি? এ প্রশ্নের উত্তর জানতে গত কয়েক সপ্তাহে অসংখ্য গুজব বেরিয়েছে। ফরাসি পত্রিকার সূত্রে গুজব ছড়ালো, লিওনেল মেসির হাতেই উঠছে ব্যালন ডি’অর ট্রফি। এমনকি আর্জেন্টাইন তারকার কাছ থেকে নাকি বিজয়ী হিসেবে সাক্ষাৎকারও নেওয়া হয়েছে! কিন্তু ব্যালন ডি’অর কর্তৃপক্ষ বিজয়ীর নাম সংক্রান্ত সব খবর অস্বীকার করে। এরপর গুজব রটে, মেসি নন, লেবানডস্কির হাতে উঠছে ব্যালন ডি’অর ট্রফি। আসলে কে জিতবেন? আজই জানা যাবে এর উত্তর। বাংলাদেশ সময় মধ্য রাতে প্যারিসের শ্যাটলেট থিয়েটারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তুলে দেওয়া হবে সোনালি রঙের ট্রফি।

লিওনেল মেসি এবার ব্যালন ডি’অর জয়ের জন্য ফেবারিট। তিনি গত মৌসুমে দারুণ ফুটবল খেলেছেন। বার্সেলোনার জার্সিতে কোপা দেল রে কাপ জিতেছেন। আর্জেন্টিনার জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা। ৪১টি গোল করার পাশাপাশি ১৪টি গোলে এসিস্ট করেছেন। আর্জেন্টাইন তারকার প্রতিদ্বন্দ্বী এবার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি। তিনি গত মৌসুমে বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগা, ক্লাব বিশ্বকাপ ও জার্মান সুপার কাপ জিতেছেন। ৬৪টি গোল করার পাশাপাশি ১০টি গোলে অ্যাসিস্টও করেছেন। তবে অর্জনের পাল্লায় লিওনেল মেসিই ভারি। বিশেষ করে কোপা আমেরিকা জয় করায় তিনি অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। এ কারণে সপ্তমবারের মতো মেসির হাতেই হয়তো ব্যালন ডি’অর ট্রফি উঠবে! এর আগে মেসি ২০০৯-১২ টানা চারবার এবং ২০১৫ ও ২০১৯ সালে ব্যালন ডি’অর জংয় করেছেন (মোট ছয়বার)। পাঁচবার এই ট্রফি জয় করে দুয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রবার্ট লেবানডস্কি এখনো ব্যালন ডি’অর জিততে পারেননি। গত বছর তিনিই ফেবারিট ছিলেন। তবে করোনাভাইরাসের কারণে গতবার ব্যালন ডি’অর ট্রফি বাতিল করা হয়। এ বছর মেসি ও লেবানডস্কির সঙ্গে লড়াইয়ে আছেন ইতালিয়ান তারকা জর্জিনহো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর