মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

উত্তেজনা ছড়িয়ে ড্র কানপুর টেস্ট

ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠ। পরিচিত পরিবেশ। ঘূর্ণি উইকেট। তারপরও ভারতের তিন স্পিনার রবীচন্দন অশ্বিন, অক্সার প্যাটেল ও রবীন্দ্র জাদেজা তুলে নিতে পারেননি নিউজিল্যান্ডের বাকি ৯ উইকেট। তিন স্পিনারের ঘূর্ণিতে ৯৪ ওভার ব্যাট করে ৮ উইকেট হারালেও কানপুর টেস্ট শেষ পর্যন্ত ড্র করেছে নিউজিল্যান্ড। দুই টেল এন্ডার রাচিন রাভীন্দ্র ও এজাজ প্যাটেলের দৃঢ়তায় আজিঙ্কা রাহানের ভারতের পক্ষে জেতা সম্ভব হয়নি। স্বাগতিক স্পিনারদের সামলে দুজনে অবিচ্ছিন্ন ছিলেন ৫২ বল। রান যোগ করেন মাত্র ১০। কিন্তু রান যোগ করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল দুই ব্যাটারের দৃঢ়তা। ৩ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।   

শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত ২৮৪ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ডকে। চতুর্থদিনের শেষ সেশনে ৪ ওভার ব্যাটিং করে হারায় উইল ইয়াংকে। ফলে গতকাল জয়ের জন্য ব্ল্যাক ক্যাপসদের দরকার ২৮০ রান। ভারতের দরকার ৯ উইকেট। এমন সমীকরণের ম্যাচে সফরকারীদের প্রতিরোধ ভেঙে দেন স্পিনার ত্রয় অশ্বিন-জাদেজা-প্যাটেল। তিনজনের সাঁড়াশি আক্রমণে ১৫৫ রান তুলতে হারিয়ে বসে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে শেষ উইকেটের জন্য মরিয়া হয়ে উঠে স্বাগতিক স্পিনাররা। কিন্তু রাচীন রাভীন্দ্রা ও এজাজ প্যাটেলের দৃঢ়তায় দিন পার করে নেয় ব্ল্যাক ক্যাপসরা। অথচ গোটা দিন ৯৪ ওভার বোলিং করেছেন ভারতীয় বোলাররা। নির্ধারিত সময়ের মধ্যে ৪ ওভার বেশি বল করেন স্বাগতিকরা। এর ফলে ১১ বছর পর ভারতের মাটিতে টেস্ট ড্র করেছে নিউজিল্যান্ড। অথচ কিছুদিন আগে টি-২০ সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বে কিউইরা কানপুরে ভালো খেলেছে। ২০১০ সালে হায়দরাবাদে টেস্ট ড্র করেছিল ড্যানিয়েল ভেট্টোরির নিউজিল্যান্ড। ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সর্বশেষ জয় ১৯৮৮ সালে মুম্বাইয়ে। জন রাইটের নিউজিল্যান্ড ১৩৬ রানে হারিয়েছিল দিলীপ ভেং সরকারের ভারতকে। কানপুরে চতুর্র্থ ইনিংসে সর্বোচ্চ ২৪০। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২৪০ রান তুলেও হেরেছিল ভারত।

 

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৩৪৫ ও ২৩৪/৭ ডিক্লে. (শ্রেয়াস ৬৫, ঋদ্ধিমান ৬১*; জেমিসন ৩/৪০, সাউদি ৩/৭৫)।

নিউজিল্যান্ড : ২৯৬ ও ১৬৫/৯ (৯৮ ওভার)

(টম লাথাম ৫২, উইল সামারভিল ৩৬; জাদেজা ৪/৪০, অশ্বিন ৩/৩৫)।

ফলাফল: ড্র।

ম্যাচসেরা: শ্রেয়াস আইয়ার।

সর্বশেষ খবর