বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সবার আগে নকআউট পর্বে শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

সবার আগে নকআউট পর্বে শেখ রাসেল

স্বাধীনতা কাপ ফুটবলে চার গ্রুপে বিভক্ত হয়ে ১৫ দল অংশ নিচ্ছে। সবার আগে টুর্নামেন্টে নকআউট পর্ব নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছিল উত্তর বারিধারাকে। বি-গ্রুপে দ্বিতীয় ম্যাচে জয় ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল তারা। গতকাল রাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীকে ২-০ গোলে হারায় শেখ রাসেল। তাদের সংগ্রহ ২ ম্যাচে ৬ পয়েন্ট। তাই শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডির কাছে হারলেও নকআউট পর্ব খেলবে।

আসরের প্রথম ম্যাচে জয় পেলেও শেখ রাসেলের নৈপুণ্য মন ভরাতে পারেনি। দ্বিতীয় ম্যাচে আক্রমণাত্মক খেলা খেলে প্রতিপক্ষকে দাবিয়ে রাখে।

শিরোপার খরা কাটাতে আগের চেয়ে শক্তিশালী দল গড়েছে শেখ রাসেল। মৌসুম সবেমাত্র শুরু হয়েছে। তাই পুরোপুরি গুছিয়ে উঠতে না পারলেও ট্রফি জিততে চায় তারা। আর সেই শুরুটা করতে চায় স্বাধীনতা কাপ জিতে। গতকাল প্রথমার্ধেই বিজয়ী দল ২ গোল করে। ম্যাচের ৮ ও ২৫ মিনিটে ব্রাজিলিয়ান এইলটোন মাকাডো জোড়া গোল করেন।

এদিকে দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব গোলশূন্য ড্র করেছে উত্তর বারিধারার বিপক্ষে। গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি শেখ জামাল। ওতাবেক একাই তিনটি সুযোগ হাত ছাড়া করেন। শেষ আটে জায়গা করে নিতে শেখ রাসেলের বিপক্ষে ড্র করতে হবে শেখ জামালকে।

সর্বশেষ খবর