শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মোহামেডানকে হারিয়ে সেনাবাহিনীর চমক

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানকে হারিয়ে সেনাবাহিনীর চমক

আগের ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতেছিল সাইফ স্পোর্টিং। নতুন বিদেশি এনেও শুরুতে ফেডারেশন কাপ রানার্স-আপদের ছন্দ খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় ম্যাচে জামাল ভূঁইয়ার নেতৃত্ব দেওয়া সাইফ শুরু থেকেই মুক্তিযোদ্ধার বিপক্ষে আক্রমণাত্মক খেলা খেলে। গোছানো ফুটবলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ১৭ মিনিটে ফাহিম গোলের সূচনা করেন। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ান নাসিরুল। ৮১ মিনিটে সাজ্জাদ দলের তৃতীয় গোল করলে মনে হচ্ছিল সহজ জয়ে মাঠ ছাড়বে সাইফ।

শেষের দিকে খেলা জমিয়ে তোলেন মুক্তিযোদ্ধার জাপানি ফুটবলার মিশাও। ৮৭ মিনিটে তিনি ব্যবধান ৩-১ করেন। যোগ করা ৩ মিনিটের সময় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন। তবে হার নিয়েই মাঠ ছাড়ে তারা। দিনের আরেক ম্যাচে ঢাকা মোহামেডান ১-২ গোলে হেরে যায় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। বিজয়ী দলের রাজু ও ইমন এবং মোহামেডানের পক্ষে গোল করেন রাকিব। ‘সি’ গ্রুপে সাইফ দুই জয় পেলেও এখনো তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি। শেষ ম্যাচে তারা যদি মোহামেডানের কাছে হেরে যায় এবং সেনাবাহিনী পরের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারালে ৩ দলের পয়েন্ট দাঁড়াবে ৬। তখন গোল পার্থক্যে সেরা দুই দল নকআউট পর্বে জায়গা করে নেবে। মুক্তিযোদ্ধা ২ ম্যাচ হেরে যাওয়ায় তাদের আর সম্ভাবনা নেই।

সর্বশেষ খবর