শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতে যুবাদের টানা তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ যুব দল এখন কলকাতায়। সেখানে তিন দলের একটি টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বাংলাদেশের যুব দল ছাড়াও টুর্নামেন্টের বাকি দুই দল ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ ‘বি’। গতকাল ইডেন গার্ডেনে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে টাইগার যুবারা জয় পেয়েছে ৬ রানে। শেষ ওভারে স্বাগতিক যুবাদের দরকার ছিল ৬ বলে ৯ রান। হাতে ছিল ২ উইকেট। কিন্তু ২ রানের বেশি করতে পারেনি। অলআউট হয় যায়। তিন দলের টুর্নামেন্টে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। আগামীকাল স্বাগতিক ‘বি’ দলের বিপক্ষে খেলবে যুবারা। প্রথমে ব্যাট করে মাহফিজুলের ৫৬ ও নাবিলের ৬২ রানে ভর করে ৪৭.২ ওভারে ২৩০ রান করে। স্বাগতিকদের পক্ষে রিশিথ ৫ উইকেট নেন ৫৩ রানের খরচে। ২৩১ রানের টার্গেটে ৪৯.৪ ওভারে ২২৪ করে অলআউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’। স্বাগতিকদের পক্ষে অংকৃশ সর্বোচ্চ ৮৮ রান করেন।        

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২৩০/১০, ৪৭.২ ওভার (নাবিল ৬২, মাহফিজুল ৫৬, ফাহিম ২১; রিশিথ ৫/৫৩, গার্ভ ২/৩৫,  নিশান্ত ২/৩৮)।

ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’: ২২৪/১০, ৪৯.৪ ওভার (অংকৃশ ৮৮, আরিয়ান ৩৯; তানজিম ৩/২৯, মেহরাব ৩/৩৬, রিপন ২/৫৩)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ রানে জয়ী

ম্যাচসেরা : তানজিম হাসান।

সর্বশেষ খবর