শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

হকির চূড়ান্ত দলে থাকছে চমক

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড দল ঘোষণা করা হয়। করোনা টেস্টে নেগেটিভ শনাক্ত হওয়ায় সবাইকে নিয়ে বিকেএসপিতে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। একদিন যেতে না যেতেই খেলোয়াড়দের সংখ্যা আরও বাড়ানো হয়। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, কোচ গোপীনাথের অনুরোধে আল নাহিয়ান শুভ, রাজু আহমেদ তপু, আবেদ উদ্দিন ও রাজিবুল হাসান রকিকে ডাকা হয়। ২৮ থেকে প্রাথমিক স্কোয়াডের সংখ্যা এখন ৩২ জন। এশিয়ান হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী চূড়ান্ত দলে ২০ জন ঠাঁই পাবেন। বাংলাদেশ যেমন এই টুর্নামেন্টের প্রথম আয়োজক। তেমনি প্রথমবার অংশ নিচ্ছে।

স্বপ্নের এ আসরে কাদের নিয়ে জাতীয় দল গড়া হবে তা নিয়ে অপেক্ষায় থাকতে হবে। ৯ কিংবা ১০ ডিসেম্বর চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। জানা গেছে, গোপীনাথ তরুণদেরই প্রাধান্য দিচ্ছেন। বেশ ক’জন তারকা খেলোয়াড় দলে নাও থাকতে পারেন।

সর্বশেষ খবর