শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
ম্যারাথন

মেরিন ড্রাইভে ব্যতিক্রমী আয়োজন

কক্সবাজার প্রতিনিধি

মেরিন ড্রাইভে ব্যতিক্রমী আয়োজন

প্রথমবারের মতো মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিলেন তৃতীয় লিঙ্গ, দৃষ্টিপ্রতিবন্ধী ও হুইলচেয়ার ব্যবহারকারী ১০০ জন দৌড়বিদ ও সারা দেশ থেকে বাছাইকৃত ২০০ জন দৌড়বিদ। আজ শুক্রবার ভোর ৬টায় ইনানী সৈকতের বালিয়াড়ি থেকে এ ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়।  মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের মাসকে কেন্দ্রে করে প্রতি বছরের মতো এবারও মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন ২০২১-এর সব থেকে বড় দৌড়বিদদের এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ইনানী থেকে শুরু হয়ে টেকনাফ জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে এ ম্যারাথন প্রতিযোগিতা।  

এ ম্যারাথনের যৌথ আয়োজ ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) ও এসকাপেড।

মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথনে বরিশাল, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম থেকে এসে দৌড়বিদরা অংশ নিয়েছেন। মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন-২০২১ এর ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন ক্যাটাগরিতে লড়েছেন দেশের বিভিন্ন দৌড়বিদরা। প্রতিবন্ধী ৫০ কি.মি. সাধারণ দৌড়বিদদের  জন্য  ১০০ কিলোমিটার, দেশের শীর্ষ দৌড়বিদরা ১০০ মাইলস লড়েছেন। দীর্ঘ ম্যারাথনে দেশের বিভিন্ন জায়গায় থেকে প্রতিবন্ধীসহ ২০০ জন অংশ নেওয়ার মতো এটিই প্রথম ব্যতিক্রমী আয়োজন।

সর্বশেষ খবর