সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জয়ের অপেক্ষায় ভারত

ক্রীড়া ডেস্ক

জয়ের অপেক্ষায় ভারত

জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনাটি প্যাটেল ঘটিয়েছেন জন্মভূমি মুম্বাইয়ে নিউজিল্যান্ডের প্রতিনিধি হয়ে। ১৯৫৬ সালে লেকার, ১৯৯৯ সালে কুম্বলে নিয়েছিলেন ১০ উইকেট। প্যাটেল নিয়েছেন ১১৯ রানের খরচে ১০ উইকেট। তিনিই একমাত্র স্পিনার, যিনি অ্যাওয়েতে এই বিরল কীর্তি গড়েছেন। প্রথম ইনিংসে ১০ এবং দ্বিতীয় ইনিংসে ৪, সব মিলিয়ে ১৪ উইকেট নিয়ে তিনি এখন মুম্বাই টেস্টের বাদশাহ। অথচ প্যাটেলের টেস্টে জয়োৎসবের অপেক্ষায় বিরাট কোহলির ভারত। টেস্টের বাকি আরও ২দিন। ৫৪০ রানের টার্গেটে গতকাল তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪০। পিছিয়ে ৪০০ রানে। সফরকারী ব্ল্যাক ক্যাপস ব্যাটাররা অবিশ্বাস্য কিছু করতে না পারলে, টেস্টে সাফল্যেও হাসি হাসবে ভারত। কানপুর টেস্টে চালকের আসনে বসেও জয় পায়নি স্বাগতিকরা। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩২৫ রান। ১৫০ রানের ইনিংস খেলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু ১০ উইকেট নিয়ে সব আলো কেড়ে নেন এজাজ প্যাটেল। জবাবে ৬২ রানে গুটিয়ে যায় টম ল্যাথামের নিউজিল্যান্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর