শিরোনাম
সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আয়োজন সফল করাই বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের

ক্রীড়া প্রতিবেদক

সময় গড়িয়ে যাচ্ছে। আর মাত্র আট দিন পরই ঢাকায় পর্দা উঠবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির। বাংলাদেশে প্রথমবার আয়োজন হতে চলেছে হকির আন্তর্জাতিক মেগা এ টুর্নামেন্টের। যতটুকু কাজ বাকি আছে তা শেষ করতে কর্মকর্তারা পরিশ্রম করে যাচ্ছেন। বিদেশি দলগুলো করে আসবে তার শিডিউল ও চূড়ান্ত হয়ে গেছে। হকির সাবেক দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের ৯ ডিসেম্বর আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট জটিলতায় আসবে ১০ ডিসেম্বর। জাপান ও দক্ষিণ কোরিয়া আসবে ৮ ও মালয়েশিয়া ঢাকা এসে পৌঁছাবে ১২ ডিসেম্বর। ঢাকায় অবস্থান কালে কোরিয়া, জাপান ও মালয়েশিয়া দল থাকবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারত উঠবে চারস হোটেলে।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবে শেষ হবে। তবুও অঘটনের কথাতো বলা যায় না। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত থাকবে। ১৩ ও ২৩ ডিসেম্বর পর্যন্ত মওলানা ভাসানী স্টেডিয়ামের সব দোকান আশপাশ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। হকির ভিআইপি ক’জন গেস্টও ঢাকা আসার কথা। এশিয়া কাপ করে আমরা প্রশংসা পেয়েছি। আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফি ও তার ব্যতিক্রম হবে। ১৪ ডিসেম্বর পর্দা উঠবে এ আসরের।

বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে। শক্তির বিবেচনায় স্বাগতিকদের বড় কিছু করা সম্ভব নয়।

মূলত আয়োজন স্বার্থক করাটাই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।

সর্বশেষ খবর