মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জাপানের বিপক্ষে ম্যাচের পর চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

৩১ জন খেলোয়াড় নিয়ে বিকেএসপিতে বাংলাদেশের হকি দলের প্রশিক্ষণ চলছে। এখান থেকে বাছাই করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হবে। ১৪ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। নিয়ম অনুযায়ী এক সপ্তাহ আগেই চূড়ান্ত দল গঠন হয়। কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তী চাচ্ছেন জাপানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে চূড়ান্ত দল ঘোষণা করব। হকি ফেডারেশন তাতে নাকি রাজিও হয়েছে। জাপান আগামীকাল ঢাকা এসে পৌঁছাবে। ১০ ডিসেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইটে প্রীতিম্যাচটি হওয়ার কথা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তিন ম্যাচ ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। সিলেকশন কমিটি তাই চাচ্ছে প্রীতিম্যাচ যেন সন্ধ্যায় হয়। কমিটির চেয়ারম্যান সাজেদ এ এ আদেল জানান, জাপানের বিপক্ষে প্রীতিম্যাচ দেখেই ১১ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা হবে। হয়তো ১০ তারিখে রাতেই চূড়ান্ত তালিকা আমরা টুর্নামেন্ট কমিটির কাছে জমাও দিতে পারি।

সর্বশেষ খবর