মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
মোহামেডানের বিদায়

সেনাবাহিনীকে নিয়ে নকআউটে সাইফ

ক্রীড়া প্রতিবেদক

মৌসুমের প্রথম আসরটা ভালো হলো না ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের। গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে তারা। ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সাইফ স্পোর্টিং ও রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে প্রথম শিরোপা জেতার রেকর্ড সাদা-কালোদের। আর তা ১৯৭২ সালে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে। সেই দলেরই কী করুণ বিদায়। অবশ্য গত কয়েক বছর ধরে মোহামেডান যে নিম্নমানের দল গড়ছে তাতে নকআউট পর্বে না খেলাটা অপ্রত্যাশিত কিছু নয়। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের প্রথম ম্যাচে সেনাবাহিনী ১-১ গোলে ড্র করে মুক্তিযোদ্ধার বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালে খেলতে হলে সাইফকে হারানো ছাড়া বিকল্প কোনো পথ ছিল না মোহামেডানের। ড্র করলেই সেনাবাহিনীর সমান চার পয়েন্ট হতো। কিন্তু হেড টু হেডের সুবাদে সেনারাই টিকে থাকত। সেই সমীকরণেই শেষ আটে জায়গা করে নিল সেনাবাহিনী। সাইফ ও মোহামেডানের ম্যাচ ১-১ ড্র হয়েছে। প্রথমার্ধে শেষ মিনিটে সানডের গোলে সাইফ এগিয়ে যায়। ৯১ মিনিটে মোহামেডানকে সমতায় ফেরান রাজিব।   

সর্বশেষ খবর