বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পিসিতেই আশরাফুলদের ভরাডুবি

পিসিতেই আশরাফুলদের ভরাডুবি

জেনে শুনে ভুল করলে বিপদতো হবেই। আশরাফুলদের তাই হয়েছে। গতকাল ছিল বাংলাদেশের হকির স্মরণীয় দিন। স্বপ্নের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিষেক হয়। প্রতিপক্ষ শক্তিশালী ভারত ছিল বলেই শতভাগ নিশ্চিত ছিলাম বাংলাদেশের শুরুটা হবে হারে। তবে ব্যবধান এত বড় হবে তা ভাবেনি। শুধু ভারত নয়, টুর্নামেন্টে যারা খেলছে তাদের কাছে হার নিয়ে সমালোচনা করা হবে খুবই হাস্যকর। কারণ চার দলই বাংলাদেশের তুলনায় অনেক শক্তিশালী। ভারত ৯-০ গোলে জিতেছে। আমি বলব এমন লজ্জাকর হারটা হয়েছে আশরাফুলদের ভুলের কারণে। বড় ব্যবধানে হার এড়াতে বাংলাদেশ শুরু থেকে রক্ষণাত্মক হয়ে পড়ে। আর এতেই সর্বনাশ। ম্যাচের আগে আমি বলেছিলাম রক্ষণাত্মক খেলা মানেই ভারতকে গোল করার আমন্ত্রণ জানানো। আক্রমণের পর আক্রমণ করে হারমানপ্রীতরা দিশাহারা করে ফেলবে। প্রচুর পেনাল্টি কর্নার হবে যা সামাল দেওয়া মুশকিল হবে। সেটাই হলো পেনাল্টি কর্নারে বড় ধরনের ভরাডুবি ঘটল। ৯-০ গোলে হার যা বিজয়ের মাসে লজ্জাও বটে। ম্যাচে ভারত ১৪টি পেনাল্টি কর্নার লাভ করে। যা থেকে গোল হয় ৫টি। জারমানপ্রীত সিং ও হারমানপ্রীত সিং জোড়া গোল করেন পিসি থেকেই। মানদীপ মোরে করেন ১টি। দিলপ্রীত সিংহ তিনটি ফিল্ড গোল করেন। টোকিও অলিম্পিকে ভারত মূলত পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ব্রোঞ্জ জিতে ছিল। সেটা জেনেও কেন আশরাফুলরা এমন কৌশল বেছে নিল বুঝে উঠতে পারছি না। কোচ গোবিনাথান কেনই বা তা বেছে নিলেন এ নিয়ে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ খবর