শিরোনাম
শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মেয়েদের সামনে এবার ভারত

জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের মেয়েদের। অন্যদিকে ফাইনালের আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। হারলেই বিদায় নিতে পারেন মারিয়া মান্ডারা।

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের সামনে এবার ভারত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে ৫-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে ৩-০ গোলে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। শীর্ষ দুই দল আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের মেয়েদের। অন্যদিকে ফাইনালের আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। হারলেই বিদায় নিতে পারেন মারিয়া মান্ডারা।

বাংলাদেশ প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করে গতবারের রানার্সআপ নেপালের সঙ্গে। পরের ম্যাচে ভুটানকে হারায় ৬-০ গোলে। কিন্তু ফাইনাল খেলতে হলে সামনের দুই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আজ ভারতের বিপক্ষে পয়েন্ট পেলে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে গ্রুপের শীর্ষে থেকেই ফাইনালে খেলতে পারবেন মারিয়া মান্ডারা। অধিনায়ক মারিয়া আগেই বলেছেন, ‘কেবল ফাইনালই নয়, বাংলাদেশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে খেলতে নামবে।’

এদিকে আজ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের মুখোমুখি হচ্ছে নেপালের মেয়েরা। আগের দুই ম্যাচের একটিতে ড্র ও একটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে তিনে নম্বরে অবস্থান করছে নেপাল। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। ভুটান প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জিতলেও পরের দুই ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ৬-০ গোলে। ভারতের কাছে তারা হেরেছে ৩-০ গোলে। দুই পরাজয়ে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে অনেকটাই। ফাইনালের লড়াইয়ে এখনো টিকে আছে তিন দল। বাংলাদেশ, ভারত ও নেপাল। আজ ফাইনাল নিশ্চিত করতে হলে মারিয়াদের জয় খুবই জরুরি। কোচ ছোটন জয় ছাড়া কিছুই ভাবছেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর