শিরোনাম
শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মিরপুরে শপথ নিল ক্রিকেট পরিবার

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে শপথ নিল ক্রিকেট পরিবার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে সর্বস্তরের মানুষের সঙ্গে শপথে শামিল হয় ক্রিকেট পরিবারও। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশের হয়ে খেলা সাবেক ক্রিকেটারদের পাশাপাশি মিরপুরে শপথ অনুষ্ঠানে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, শহীদ ক্রিকেটার আবদুল হালিম খান জুয়েলের বড় বোন সুরাইয়া খানম, সাবেক অধিনায়ক রকিবুল হাসান, বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহসহ আরও অনেকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব ও দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব।’ বিজয় দিবসের প্রদর্শনী ক্রিকেট ম্যাচে শহীদ মুশতাক একাদশ ৪২ রানে হারায় শহীদ জুয়েল একাদশকে। এদিকে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত লাল দল ও সবুজ দলের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করে। বাফুফে ভবনের পাশে টাফে অনুষ্ঠিত ম্যাচটি গোল শূন্য ড্রতে শেষ হয়।

সর্বশেষ খবর