শিরোনাম
রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

১০ উইকেট নেওয়া সেই বল এখন জাদুঘরে

ক্রীড়া ডেস্ক

১০ উইকেট নেওয়া সেই বল এখন জাদুঘরে

জিম লেকার ও অনিল কুম্বলে এতদিন যৌথভাবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল রেকর্ডের মালিক ছিলেন। তৃতীয় ক্রিকেটার হিসেবে তাদের সঙ্গী হয়েছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার এজাজ প্যাটেল। অসাধারণ এই কীর্তির বলটির নতুন জায়গা হচ্ছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ‘মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন জাদুঘর (এমসিএ মিউজিয়াম)’। ভারতীয় বংশো™ভূত নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার তার ঐতিহাসিক বলটি এই মিউজিয়ামে প্রদর্শনের জন্য নিজে দান করেন।

কিছুদিন আগে ভারতের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেদ স্টেডিয়ামে এক ইনিংসে একাই ১০ উইকেট নেন প্যাটেল। কিউই স্পিনার প্যাটেলের বলটি জাদুঘরে দান করার বিষয়টি নিশ্চিত করেন এমসিএর সভাপতি বিজয় পাতিল। শিগগিরই উদ্বোধন হবে জাদুঘরটি। বলটি জায়গা পাবে ‘প্রাইড অফ প্লেসে’। প্যাটেল ২০২১ সালে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব দেখান। এর আগে কুম্বলে ১৯৯৯ সালে ও জিম লেকার ১৯৫৬ রেকর্ডটি গড়েছিলেন।

সর্বশেষ খবর