বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ফাইনালে আজ ভারত-বাধা

বাংলাদেশের দ্বিতীয় না ভারতের প্রথম

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে আজ ভারত-বাধা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ অন্যরকম দিন। একই দিনে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভিন্ন দুই ফাইনাল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬ টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে বাংলাদেশ ফাইনালে লড়বে ভারতের বিপক্ষে। অন্যদিকে একই সময় মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনাল। চ্যাম্পিয়ন্স ট্রফি নিঃসন্দেহে অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু ফুটবলে বাংলাদেশের মেয়েরা খেলবে বলে ক্রীড়াপ্রেমীরা চোখ ফেলে রাখবেন কমলাপুরের দিকে। পুরুষ জাতীয় দল ব্যর্থতার বৃত্তে বন্দী। দেড় যুগ ধরে শিরোপার মুখ দেখতে পারছে না। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলাটা স্বপ্নে পরিণত হয়েছে। বয়সভিত্তিক টুর্নামেন্টেও হাহাকার চলছে।

মেয়েরাই বরং আশার আলো জ্বালিয়ে রেখেছেন। বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলবে এক সময়ে ভাবাই যায়নি। অথচ মেয়েরা শুধু গোল উৎসবে মাতছে না শিরোপাও উপহার দিচ্ছে। অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৯ হলেও ২০১৮ সালে এ টুর্নামেন্ট ১৮ বছর বয়সে সীমাবদ্ধ ছিল। সেবার ভুটানের থিম্পুতে ফাইনালে নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল।

টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের অপেক্ষায় মারিয়া মান্ডারা। অন্যদিকে ট্রফির জিতে প্রথমবারের মতো নাম লেখাতে চায় ভারত। টুর্নামেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ করলে ফাইনালে স্বাগতিকদেরই এগিয়ে রাখা যায়। শুরুতে নেপালের বিপক্ষে ড্র করলেও পরে ভুটান ও ভারতকে হারিয়ে ফাইনালের পথ পাকাপোক্ত করে ফেলে। অন্যদিকে ভারতের ফাইনাল উঠাটা ভাগ্যই বলা যায়। নেপাল ড্র করলেই ভারতের বিদায় ঘণ্টা বেজে যেত। সেই ম্যাচে শেষের দিকে গোল করে ভারত টিকে থাকে।

অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বাংলাদেশ ১২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। চার ম্যাচে ১৯ গোল করায় মারিয়ারা বোঝাতে সক্ষম হয়েছেন দল হিসেবে বাংলাদেশ কতটা শক্তিশালী। তারপরও ফাইনাল বলে যত কথা। তাও আবার প্রতিপক্ষ দলটা ভারত। কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মারিয়া মান্ডা সেটাই মনে করিয়ে দিয়েছে। তাদের কথা ফাইনালে শিরোপা ধরে রাখতেই এসেছি। তবে ভারতও চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে লড়বে। লিগ পর্বে হারালেও ওরা আজ সেরাটা দিয়ে খেলবে। তাই আমাদেরও সেরাটা দিতে হবে। বাংলাদেশের বড় শক্তি টিম স্পিরিট। সেটাই কাজে লাগাতে হবে। কোনোভাবেই সুযোগ হাতছাড়া করা যাবে না। ভারতীয় অধিনায়ক সুমিতা স্পষ্ট করেই বলেছেন, ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চাই না। ফাইনালে নামব ট্রফি জিততেই।

মারিয়াদের আত্মবিশ্বাসের বড় জায়গা হচ্ছে কোচ গোলাম রব্বানী ছোটন। পুরুষ জাতীয় দলে একাধিক কোচ পরিবর্তন হলেও নারী দলে ছোটনই টিকে আছেন। তাঁর যোগ্য প্রশিক্ষণে নারী দল একটা অবস্থান করে নিয়েছে। সাফ বা এএফসি বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের নৈপুণ্য প্রশংসিত। আজ আরেকটি শিরোপা গুরুকে উপহার দিতে চায় মারিয়ারা। তিনবার এএফসি কাপ ফুটবলে বাংলাদেশের মেয়েরা চূড়ান্ত পর্বে খেলেছে। যা বড় প্রাপ্তিই বলা যায়। পুরুষ জাতীয় দল ভারতের সামনে চাপে থাকলেও মারিয়ারা অপ্রতিরোধ্য। তাই আজ শিরোপার আশা করা যেতেই পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর