শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ফেডারেশন কাপ খেলবে না কিংস মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক

অনুপযোগী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রতিবাদে ফেডারেশন কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে টুর্নামেন্টে গত দুবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এ ছাড়া আপত্তি জানিয়েছে উত্তর বারিধারাও।

কেবল মাঠ নয়, ক্লাবগুলোর আপত্তি আছে বারবার ফিকশ্চার পরিবর্তন করা নিয়েও।

গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক বরাবর লিখিত এক পত্রে ফেডারেশন কাপে না খেলার কথা জানিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। বাফুফের ঘোষিত ফিকশ্চার অনুযায়ী আজ বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে ফেডারেশন কাপ মাঠে গড়ানোর কথা।

নিজেদের চিঠিতে ফেডারেশন কাপ না খেলার দুটি কারণ তুলে ধরেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

প্রথমটি হচ্ছে, কেন বারবার ফিকশ্চারে পরিবর্তন আনা হচ্ছে! ঘন ঘন সূচি পরিবর্তনের ফলে কিছু ক্লাব পেয়ে যাচ্ছে বাড়তি সুবিধা।

দ্বিতীয় কারণ, কমলাপুর স্টেডিয়ামের মাঠ (টার্ফ) খেলার উপযুক্ত নয়।

ফিকশ্চার নিয়ে কিংস জানিয়েছে, বাফুফে ক্লাবগুলোকে প্রথমে যে ড্রাফট ফিকশ্চার পাঠিয়েছিল, সেই সূচিতে কেন পরিবর্তন আনা হলো? কাউকে না জানিয়ে কেন চূড়ান্ত সূচিতে পরিবর্তন আনা হলো! নিয়মের গুরুতর এ লঙ্ঘন কোনোভাবেই মেনে নিতে পারছে না টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা মাঠ নিয়ে আগেই আমাদের অবস্থান জানিয়েছি। কমলাপুর স্টেডিয়ামের টার্ফ পেশাদার ফুটবলের জন্য উপযুক্ত নয়। আপত্তি আছে ফিকশ্চার নিয়েও। বারবার সূচি পরিবর্তনের ফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।’ পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিনি বলেন, ‘এর আগেও স্বাধীনতা কাপের ফরম্যাট ও ফিকশ্চারে রদবদল করা হয়েছে একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতে।’

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার আরিফুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘২১ তারিখ চিঠিতে আমরা বাফুফেকে বলেছি, ঘাসের মাঠ না হলে আমরা  ফেডারেশন কাপ খেলব না। যেহেতু ঘাসের মাঠ দেয়নি বাফুফে, তাই  ফেডারেশন কাপে আমরা খেলছি না। আমরা আমাদের সিদ্ধান্তে অনড়।’

ফিকশ্চার পরিবর্তনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুও। তিনি বলেন, ‘ফিকশ্চার পরিবর্তনের ঘটনাটি অনৈতিক। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাই।’

তবে বাফুফে দাবি মেনে নিলে নিজেদের সিদ্ধান্ত বদলাবে বলেও জানিয়েছে বসুন্ধরা কিংস। ইমরুল হাসান বলেন, ‘খেলার জন্য উপযুক্ত মাঠ দিলে এবং বারবার ফিকশ্চার পরিবর্তনের ধারা বদলালে আমরা খেলব। কারণ, দল গঠন করেছি খেলার জন্যই।’

বসুন্ধরা কিংসের চিঠি পাওয়ার পর বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর নির্দেশনায় দ্রুত ফিকশ্চার ঠিক করা হয়। তিনি বলেছেন, ‘আমি যে ফিকশ্চারে স্বাক্ষর করেছি আমার অগোচরেই তা পরিবর্তন করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। বসুন্ধরা কিংসের চিঠি পেয়ে আমি খোঁজ নিয়েছি। ড্রাফট অনুযায়ীই ফিকশ্চার হবে।’ ফিকশ্চার পরিবর্তনের ঘটনা নিয়ে সালাম মুর্শেদী বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক।’ তবে  ফিকশ্চারে পরিবর্তন আনলেও ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সালাম মুর্শেদী।

এদিকে বসুন্ধরা কিংস সভাপতিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মাঠ পরিবর্তন করা না হলে তারা কোনো ক্রমেই ফেডারেশন কাপের এই আসরে অংশ নিচ্ছেন না। ইমরুল হাসান বলেন, ‘আমাদের প্রতিটি দাবিই যৌক্তিক। সব দাবি মানা না হলে আমরা খেলব না।’

চলতি মৌসুমে শক্তিশালী দল গঠন করেছে বসুন্ধরা কিংস। কিন্তু  সদ্য সমাপ্ত স্বাধীনতা কাপে কমলাপুর স্টেডিয়ামে খেলতে নেমে দলের সেরা একাদশের তিনজন ফুটবলার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। নিয়মিত অধিনায়ক তপু বর্মণ, ব্রাজিলিয়ান তারকা জনাথন ফার্নান্দেজ ও তারিক কাজি ইনজুরিতে পড়েন।

অনুপযুক্ত টার্ফে স্বাধীনতা কাপ খেলে মুক্তিযোদ্ধার গোলকিপার রাজীবের হাতে গুরুতর চোট লেগেছে। তাদের কয়েকজন খেলোয়াড়ের মাংসপেশিতে টান পড়েছে। খেলোয়াড়েরা জানিয়েছেন, দ্বিতীয়ার্ধে এই মাঠে আর স্বাভাবিক ফুটবল খেলা যায় না। বুটের স্পাইক আটকে যায় এবং খেলোয়াড়েরা পড়ে গিয়ে চোট পান বলে জানিয়েছেন তারা।

সর্বশেষ খবর