শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রান্তিকের সেঞ্চুরিতে যুবাদের জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রান্তিকের সেঞ্চুরিতে যুবাদের জয়

ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল। রান করছেন ধারাবাহিকভাবে। গতকাল শারজাহতে নেপালের বিপক্ষে তিনি খেলেছেন ১২৭ রানের হার না মানা জাদুকরী ইনিংস। প্রান্তিকের সেঞ্চুরির ম্যাচে টাইগার যুবারা ১৫৪ রানের আকাশসম ব্যবধানে হারিয়েছে নেপাল যুব দলকে। সহজ জয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ কুয়েত। ম্যাচসেরা প্রান্তিক ১২৭ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ১১২ বলে ১১ চার ও এক ছক্কায়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার যুবা দুই ওপেনার মাহফিজুল ও ইফতেখার ধীরলয়ে ব্যাট চালিয়ে ১১ ওভারে ৩৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান প্রান্তিক ও ফাহিম। দুজনে চতুর্থ উইকেট জুটিতে ১৭৯ রান যোগ করেন ২২ ওভারে। ফাহিম ৪৮ রান করেন ৫৪ বলে ৩ চার ও ৩ ছক্কায়। প্রান্তিক ও ফাহিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৫০ ওভারে সংগ্রহ করে ৪ উইকেটে ২৯৭ রান। ২৯৮ রানের টার্গেটে নেপালের যুবারা গুটিয়ে যায় ৪২.৩ ওভারে ১৪৩ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন গুলশান ঝা। বিবেক মাগার ৩৩ ও বিবেক যাদব ২৬ রান করেন। টাইগার যুবাদের পক্ষে দুটি করে উইকেট নেন তানজিম সাকিব, অধিনায়ক রাকিবুল, মেহেরব ও নাইমুর।

সর্বশেষ খবর