সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রথম দিনই অলআউট ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

প্রথম দিনই অলআউট ইংল্যান্ড

ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে খুঁজেই পাওয়া যাচ্ছে না টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী সিরিজ ‘অ্যাসেজে’ ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ব্রিসবেনের পর অ্যাডিলেডেও জিতেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন, অ্যাডিলেডের ধারাবাহিকতা মেলবোর্নেও ধরে রেখেছেন প্যাট কামিন্সরা। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে অসহায়ত্ব ফুটে উঠেছে ইংলিশ ব্যাটসম্যানদের। কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিওনদের আক্রমণে ১৮৫ রানে অলআউট হয় জো রুটের ইংল্যান্ড। স্বাগতিক কামিন্স বাহিনী ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে দিন পার করে করেছে স্কোর বোর্ডে ৬১ রান তুলে।

ব্রিসবেনে রুট বাহিনী হেরেছিল ৯ উইকেটে। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে হেরেছে ২৮৫ রানে। কামিন্স নিয়মিত অধিনায়ক অস্ট্রেলিয়ার হলেও অ্যাডিলেডে খেলেন করোনাভাইরাসের শঙ্কায়। ফিরেছেন মেলবোর্নে। ফিরেই ধসিয়ে দিয়েছেন সফরকারী ইংলিশদের ব্যাটিং লাইন আপ। মাত্র ৬১.১ ওভারে ১৮৫ রানে গুটিয়ে যায়। সতীর্থদের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল ছিলেন অধিনায়ক রুট। খেলেছেন ৫০ রানের হাফসেঞ্চুরির ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে রুটের এটা নবম হাফসেঞ্চুরি। ৮২ বলে ৫০ রানের ইনিংস খেলে রুট টেস্টে অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন। ইংলিশ অধিনায়কের রান ১৬৮০। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ করেছিলেন ১৬৫৬ রান। তবে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশী রান পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের ১৭৮৮ রান। ১৭১০ রান করে দুইয়ে আছেন স্যার ভিভিয়ান রিচার্ডস।

সর্বশেষ খবর