মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মানিকগঞ্জে শীতার্তদের পাশে শেখ রাসেল

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে শীতার্তদের পাশে শেখ রাসেল

দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র শুধু খেলাধুলায় সীমাবদ্ধ নেই। ক্লাবের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নির্দেশে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। শীত এলেই শেখ রাসেল দেশ জুড়েই দুস্থদের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরণ করে। শেখ রাসেলের এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত।

সায়েম সোবহান চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে শেখ রাসেলের নাম দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। ফুটবলে প্রতি মৌসুমে সেরা স্থানীয় ও বিদেশি খেলোয়াড় এনে শক্তিশালী দল গড়ছে। সত্যি বলতে দেশে পেশাদার লিগে পেশাদারিত্ব এনেছে সায়েম সোবহানের নেতৃত্ব দেওয়া শেখ রাসেল। টেবিল টেনিস লিগেও জয়-জয়কার। ক্লাব চেয়ারম্যান ক্রিকেটেও শক্তিশালী দল গড়ার ঘোষণা দিয়েছেন। অভিজ্ঞ সংগঠকরা বলেন, ক্রিকেটে নতুনত্ব আনতে শেখ রাসেলের আগমন জরুরি হয়ে পড়েছে। খেলাধুলার পাশাপাশি শেখ রাসেল সামাজিক কর্মকান্ডে নজর কাড়তে সক্ষম হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বিপুল সংখ্যক কম্বল গতকাল মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মো. গোলাম আজাদ খানের হাতে তুলে দেন মানিকগঞ্জ যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি। অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, ইশতিয়াক আহমেদ শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, শেখ রাসেলের উপহার শীতে দুস্থদের উপকারে আসবে। তিনি শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহানকে ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর