বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বোল্যান্ডের রেকর্ডে ইনিংস হার ইংল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক

বোল্যান্ডের রেকর্ডে ইনিংস হার ইংল্যান্ডের

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলার কোনো সুযোগই ছিল না। একাদশের তালিকাতেও ছিলেন না। কিন্তু ঘরের ছেলে স্কট বোল্যান্ডকে সুযোগ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সুযোগ পেয়েই ইতিহাস গড়েছেন বোল্যান্ড। বোল্যান্ডের রেকর্ড গড়া বোলিংয়ে অস্ট্রেলিয়া দুই দিন এক ঘণ্টায় জিতে নেয় টেস্ট। ইনিংস ও ১৪ রানে হেরে অ্যাসেজে এখন হোয়াইটওয়াশের আশঙ্কায় পড়েছে জো রুটের ইংল্যান্ড। ইনিংস জয় দিয়ে বছর শেষ করে পুনরায় র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। হার দিয়ে বছর শেষ করে রেকর্ডবুকে বাংলাদেশের পাশে নাম লিখেছে ইংল্যান্ড। এক বছরে সর্বোচ্চ ৯ টেস্ট হেরেছে তারা। বাংলাদেশ এক মৌসুমে ৯ টেস্ট হেরেছিল ২০০৩ সালে। ৩২ বছর বয়সী বোল্যান্ড ইংল্যান্ডকে ৬৮ রানে গুটিয়ে দিতে দুর্দান্ত বোলিং করেন (৭ রানে ৬ উইকেট)। অভিষেকে এরচেয়ে কম রানে ৫ উইকেট নেওয়ার রেকর্ড নেই। অস্ট্রেলিয়ার মাটিতে ১১৭ বছরের মধ্যে সর্বনিম্ন রানে আউট হয় ইংল্যান্ড। ১৯০৪ সালে মেলবোর্নেই অলআউট হয়েছিল ৬১ রানে।

 

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড :  ১৮৫ ও ৬৮

অস্ট্রেলিয়া : ২৬৭

ফল : অস্ট্রেলিয়া ইনিংস ও ১৪ রানে জয়ী।

ম্যাচ সেরা : স্কট বোল্যান্ড।

 

সর্বশেষ খবর