বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চিঠি পাচ্ছে লিগ কমিটি

ক্রীড়া প্রতিবেদক

অনুপযোগী কমলাপুর স্টেডিয়ামের টার্ফে না খেলার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল বসুন্ধরা কিংস। একই পথ বেছে নেয় মুক্তিযোদ্ধা ক্রীড়াসংঘ ও উত্তর বারিধারা। তবুও তিন ক্লাবের সঙ্গে আলোচনা না করেই লিগ কমিটি ফেডারেশন কাপের গ্রুপিং ও ফিকশ্চার ঘোষণা করে। এরপর আবার অনিয়মের আশ্রয় নিয়ে ফিকশ্চার পাল্টানো হয়। লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী নিজেই বলেছেন, তিনি জানতেন না ফিকশ্চার পরিবর্তনের কথা। তিন দলই সেদিন ফেডারেশন কাপ না খেলার সিদ্ধান্ত নেয়। আগের ফিকশ্চার বহাল থাকলেও সালামের এক মন্তব্য ফুটবলপ্রেমীরা অবাক হয়ে যান। তিনি বলেন, সম্ভবত ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ফাইনালের আগে মুখোমুখি না হয় তা ভেবেই ফিকশ্চার বদল করেছে। তার এ বক্তব্যই বোঝা যায় অন্য ১০ দলকে কতটুকু তুচ্ছ-তাচ্ছিল্য চোখে দেখছে তারা। তাছাড়া লিগ কমিটি কীভাবে নিশ্চিত আবাহনী ও বসুন্ধরা ফাইনাল খেলবে। অন্যরাওতো শিরোপা লড়াইয়ে মুখোমুখি হতে পারে। তিন দল না খেলায় প্রতিপক্ষদের ওয়াক ওভার দেওয়া হয়।  তিন দলই মেনে নিলেও সামনের টুর্নামেন্টে তাদের বাদ দেয়াটা কোনোভাবে মেনে নিতে পারছে না। তাই তারা লিগ কমিটির কাছে চিঠি পাঠিয়ে জানতে চাইবে কোন যুক্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর