শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কোহলিদের ‘সেঞ্চুরিয়ন’ জয়

ক্রীড়া ডেস্ক

কোহলিদের ‘সেঞ্চুরিয়ন’ জয়

পঞ্চম দিনে ১১৩ রানের দুরন্ত এক জয় তুলে নিল ভারত। এশিয়ার প্রথম দল হিসেবে কোহলির দল সেঞ্চুরিয়নে ম্যাচ জিতে নতুন ইতিহাস সৃষ্টি করলো।

৩০৫ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে খেলতে নামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গতকাল চতুর্থ দিন শেষে তারা চার উইকেটে ৯৪ রান নিয়ে খেলতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

লাঞ্চের পর দুই ওভারেই দক্ষিণ আফ্রিকা হারিয়ে ফেলে তাদের শেষ তিন উইকেট। শেষ দিনের ছয় উইকেটের মধ্যে তিনটি করে নেন দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামী। শেষ দুই ব্যাটসম্যানকে ড্রেসিংরুমের পথ ধরিয়ে দেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ম্যাচসেরা হয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। প্রথম ইনিংসে তার ক্যারিশম্যাটিক ১২৩ রানের ইনিংসেই চালকের আসনে বসেছিল ভারতীয়রা। এরপর বোলারদের দারুণ বোলিংয়ে সেঞ্চুরিয়নে প্রথম জয় তুলে নেয় ভারত।

টেস্টের প্রথম দিনই বড় স্কোর করেছিল কোহলির দল। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপর সেঞ্চুরিয়নের উইকেটে ব্যাটসম্যানদের টিকে থাকা কঠিন হয়ে যায়। শেষ ইনিংসে তবু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন টেম্বা বাভূমা, কিন্তু হাফ সেঞ্চুরি করার পর তিনিও আউট হয়ে যায়। এরপরই যেন ভারতের জয়টা হয়ে গিয়েছিল সময়ের ব্যাপার।

সর্বশেষ খবর