শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

এশিয়া কাপে যুবাদের ছন্দপতন

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আসরের সর্বশেষ ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বসেরা হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ জিতলেও যুব এশিয়া কাপের শিরোপা জেতা হয়নি। এবার এশিয়া সেরা হওয়ার স্বপ্ন নিয়ে ‘মরু রাজ্য’ সংযুক্ত আরব আমিরাত উড়ে গিয়েছিল টাইগার যুবারা। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। সেমিফাইনালের বেড়া টপকাতে পারেনি। আসরের সবচেয়ে সফল ভারতের কাছে ১৯৩ রানে হেরে বিদায় নিয়েছে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ থেকে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আসরের আরেক সেমিফাইনালে লো স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আজ দুবাইয়ে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ এখন অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ উড়াল দিবে। যুব বিশ্বকাপ শুরু হবে ১৪ জানুয়ারি।

গত আসরের ফাইনালে ভারতের কাছে মাত্র ৫ রানে হেরেছিল টাইগার যুবারা। ১০৬ রান টপকাতে পারেনি। অথচ এবার স্বপ্ন দেখেছিলেন রাকিবুলরা।

সর্বশেষ খবর