শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কাল শুরু প্রথম টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

নতুন বছরের প্রথম দিনই সাদা পোশাকে, লাল বলে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে মাঠে নামছেন মুমিনুলরা। ২০২২ সালে ১-৫ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ টেস্ট খেলবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট ম্যাচের দ্বিতীয়টি ৯-১৩ জানুয়ারি ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভালে। আগামীকাল মাউন্ট মঙ্গানুইয়ে খেলতে নামার আগে গোটা দলের ক্রিকেটাররা সুস্থ আছেন। ভালো খেলার প্রত্যাশায় রয়েছেন টাইগাররা। প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টে নামার আগে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। ড্র ম্যাচে তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহি দারুণ বোলিং করেছেন। ব্যাটাররাও ভালো করেছেন। হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন প্রথমবারের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া মাহামুদুল হাসান ও জয় ও বর্ষিয়ান মুশফিকুর রহিম। এই আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। যদিও নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি টাইগাররা। টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেট-তিন ফরম্যাটে সব মিলিয়ে ৩২ ম্যাচ খেলে হার সবগুলোতে। বিশেষ করে টেস্টের পারফরম্যান্স যাচ্ছেতাই। ৯ টেস্টের ৫টিতে ইনিংস হার, দুটিতে ৯ উইকেটে, একটি ৭ উইকেটে এবং আরেকটি ১২১ রানের আকাশসম ব্যবধানে হার।    

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর