সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দ্বিতীয় উইকেট জুটি গুরুত্বপূর্ণ ছিল : মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় উইকেট জুটি গুরুত্বপূর্ণ ছিল : মিরাজ

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনে আধিপত্য ছিল ডেভন কনওয়ে ও শরিফুল ইসলামের। টেস্টের প্রথম দিন সমানে সমান লড়াই করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গতকাল দ্বিতীয় দিনের পুরোটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। দিনের শুরুতে উজ্জ্বল ছিলেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। পরের দুই সেসনে দাপুটে ক্রিকেটে খেলেছেন দুই তরুণ মাহামুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটিতে ভর করে ২ উইকেটে ১৭৫ রান তুলে দিন পার করে বাংলাদেশ। শুরুতে দিনটি টাইগারদের করেন মিরাজ। প্রথম দিন ২৭ ওভারে ৭২ রানের খরচে উইকেটশূন্য ছিলেন। গতকাল আরও ৫ ওভার বোলিং করে ১৪ রানের খরচে নেন ৩ উইকেট। মিরাজ প্রথম আঘাত হানেন ১০১.২ ওভারে কাইলি জেমিসনকে সাজঘরে ফেরত পাঠিয়ে। এরপর ১০৫.৪ ও ১০৫.৫ বলে পরপর টিম সাউদি ও নেইল ওয়েগানরকে আউট করে হ্যাটট্রিকের আশা জাগান। কিন্তু ট্রেন্ট বুল্টের দৃঢ়তায় হয়নি। নিজের বোলিংয়ে উচ্ছ্বসিত মিরাজ, ‘আমাদের স্পিনারদের জন্য উইকেটটা ভালো। যদিও এই কন্ডিশনে স্পিন বল করা কঠিনই ছিল। আমি পুরোটা সময় ধৈর্য রাখতে চেয়েছি। ঠিক জায়গায় বল ফেলেছি। এটাই হচ্ছে বিষয়।’

সর্বশেষ খবর