সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সেমিফাইনালে মোহামেডান

মোহামেডান ২ : ১ চ. আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালে মোহামেডান

১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপ যেন নিজেদের টুর্নামেন্টে পরিণত হয় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের কাছে। একের পর এক শিরোপা জিতে কাপ নিজেদের করে নেয়। অথচ সেই মোহামেডানই ২০০৯ সালে দশম বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপে ফাইনালই খেলতে পারছে না। এমনকি সেমিফাইনাল স্বপ্নে পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত শেষ চারে জায়গা করে নিল দীর্ঘদিন পর। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিতে উঠেছে তারা।

গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জিতে যায় সাদা-কালোরা। কোয়ার্টার ফাইনাল হলেও মেজাজ তেমন ছিল না। তবে অপেক্ষাকৃত বেশি সুযোগ পেয়েও প্রথমার্ধে মোহামেডান গোলের দেখা পায়নি। ৬৫ মিনিটে সমর্থকদের উৎসবে মাতায় ঐতিহ্যবাহী দলটি। অনিক হোসেনের ছোট পাসে বক্সের ভিতর থেকে ক্লিয়ার করতে গিয়ে আরাফাত নিজেদের জালে পাঠান।

৭৩ মিনিটে ইমন মোহামেডানের ব্যবধান দ্বিগুণ করে। যোগ করা সময় ব্যবধান কমালেও আবাহনীকে হেরেই মাঠ ছাড়তে হয়।

অন্যদিকে সাইফ স্পোর্টিং ২-০ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। বিজয়ী দলে রহিম ও মিনহাজ গোল করেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর