মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রথম দিনেই অলআউট ভারত

ক্রীড়া ডেস্ক

সেঞ্চুরিয়ান টেস্ট জিতেছিল ভারত। নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। জোহানেসবার্গ টেস্টেও নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভারতের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা কোহলির। কিন্তু হয়নি। শেষ মুহূর্তে ইনজুরির জন্য টেস্ট থেকে সরে দাঁড়ান। তার জায়গায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। যিনি সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। কোহলি না খেলায় দলের ব্যাটিং শক্তি হ্রাস পায়। তার অনুপস্থিতিতে গতকাল দক্ষিণ আফ্রিকান বোলারদের ক্ষুরধার বোলিংয়ে ভারত প্রথম দিনেই ৬৩.১ ওভারে অলআউট হয় ২০২ রানে। দল ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে দারুণ ব্যাটিং করেছেন রাহুল। ৫০ রানের ইনিংস খেলেন। ১৩৩ বলের ইনিংসটিতে ছিল ৯টি বাউন্ডারি। রাহুল ও আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ৩৬ রানে ভিত দেন।  আগারওয়াল করেন ২৬ রান। কিন্তু পরবর্তী ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। কাগিসো রাবাদা, ডুয়ান অলিভার ও মারকো জেনসের বোলিংয়ে ব্যাটিং ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

এর মধ্যে শুধুমাত্র দৃঢ়তার পরিচয় দেন রবীচন্দন অশ্বিন। বলের সঙ্গে পাল্লা দিয়ে ৫০ বলে ৬ চারে ৪৬ রান করেন অশ্বিন। শেষ দিকে জশপ্রীত বুমরাহর দুই চার ও এক ছক্কার ছোট্ট ১৪ রানের ইনিংসে ভর করে ২০০’র ঘর পেরোয় ভারত। স্বাগতিক প্রোটিয়াদের পক্ষে রাবাদা ও অলিভার ৬৪ রানের খরচে ৩টি করে এবং জেনসেন ৩১ রানে নেন ৪ উইকেট।      

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর