মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দ্রুততম মানব ইমরান মানবী সুমাইয়া

ক্রীড়া প্রতিবেদক

দ্রুততম মানব ইমরান মানবী সুমাইয়া

জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। গতকাল প্রতিযোগিতার প্রথমদিনে আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট ১০.৫০ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন। ১৯৯৯ সালে ১০.৫৪ সেকেন্ড টাইমিং করে রেকর্ড গড়েছিলেন প্রয়াত মাহবুব আলম। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে শিরিনকে হারিয়ে দ্রুততম মানবী হয়েছেন সুমাইয়া দেওয়ান। তিনি ১২.২০ সেকেন্ড টাইমিং করেছেন। শিরিন ১২.৩৬ সেকেন্ড টাইমিং করে দ্বিতীয় হয়েছেন। জাতীয় অ্যাথলেটিকসের প্রথমদিনে আরও একটি রেকর্ড হয়েছে। মেয়েদের হাইজাম্পে ১.৭১ মিটার উচ্চতা লাফিয়ে রেকর্ড গড়েছেন নৌবাহিনীর উম্মে হাফসা রুমকী। ২০২০ সালে সেনাবাহিনীর ঋতু আক্তার ১.৭০ মিটার উচ্চতা লাফিয়ে রেকর্ড গড়েছিলেন। শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিকসে ৩৫টি সংস্থার ৩৪৭ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর