বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শেষ দিনে সতর্ক টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

শেষ দিনে সতর্ক টাইগাররা

নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দেশগুলো খুব একটা সুবিধা করতে পারে না। কিন্তু বাংলাদেশ ২০১৭ সালে একবার কাঁপিয়ে দিয়েছিল কিউইদের। সেবার ওয়েলিংটনে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের ক্যারিশম্যাটিক সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৯৫ রানে ইনিংস ঘোষণার পরও দ্বিতীয় ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায়। তারপর আশায় গুঁড়েবালি। হারতে হয় বড় ব্যবধানে।

আবারও সুযোগ এসেছে। এবার জয়টা যেন দেখতেই পাচ্ছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। কোনো অঘটন না ঘটলে জয়টা যেন এখন সময়ের ব্যাপার। দ্রুত কিউইদের শেষের ৫ উইকেট শিকার করতে হবে, তারপর ধৈর্য ধরে ব্যাটিং করতে হবে। তবে এবার শেষ ইনিংসে আর কোনো ভুল করতে চায় না বাংলাদেশ। জয়ের কথা চিন্তা করে অতিরিক্ত আবেগে ভেসে যাচ্ছেন না ক্রিকেটাররা। চতুর্থ দিন শেষে লিটন দাস বলেন, ‘এখন যে অবস্থায় আছি, আমরা ওভার এক্সাইটেড নই। আমাদের মাথায় আছে যে, এখনো পাঁচ উইকেট নিতে হবে এবং যত কম রান দেওয়া যায়, এই রানটা তো আমাদের তাড়া করতে হবে। আমরা অনেক শান্ত ও স্থির আছি।’

চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ১৪৭। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩০ রানে এগিয়ে থাকায় এখন নিউজিল্যান্ডের লিড মাত্র ১৭। শেষ পর্যন্ত বাংলাদেশ জয়ের জন্য কতটা টার্গেট পায় সেটাই এখন দেখার বিষয়।

তবে টার্গেট যতই হোক না কেন, নিউজিল্যান্ডের মাটিতে শেষ দিনে রান তাড়া করা অনেক কঠিন। তাই সতর্ক বাংলাদেশ। লিটন বলেন, ‘কাল (আজ) নতুন দিন। উইকেট অতটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ, যত দিন যাচ্ছে, উইকেটে কিছু না কিছু কাজ করছে। আমাদের চেষ্টা থাকবে, যত কমে ওদের অল আউট করে দেওয়া যায়। এরপর সেই রানটা তাড়া করা।’

‘কারণ যত কম দেব ওই রানটা আমাদের তাড়া করতে হবে। খুব একটা যে সহজ হবে আমাদের ইনিংস, সেটিও কিন্তু নয়। আমাদেরও অনেক পরিশ্রম করে ব্যাটিং করতে হবে।’

গতকাল ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন পেসার ইবাদত হোসেন। মাত্র ৭ বলের মধ্যে তিন উইকেট নিয়ে টাইগারদের দেখাচ্ছেন জয়ের স্বপ্ন। দ্বিতীয় ইনিংসে এক সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল দুই উইকেটে ১৩৬! তারপর ইবাদতের ধাক্কায় তিন উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।

এই ম্যাচের আগে ইবাদতকে নিয়ে অনেক সমালোচনা ছিল। এই পেসারের রেকর্ড তেমন একটা ভালো নয়। কিন্তু গতকাল ঠিকই নিজেকে আলাদা করে চেনালেন। হঠাৎ কীভাবে বদলে গেলেন ইবাদত? গতকাল ভিডিও বার্তায় বলেন, ‘দেশে ও দেশের বাইরে দুটা কন্ডিশনে আমি খেলেছি। যেটা হয়েছে, দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং সহায়ক থাকে, ফ্ল্যাট থাকে। তো আমরা চেষ্টা করছি সেখানেও পেস বোলাররা কীভাবে উইকেট বের করতে পারি।’

ইবাদত বলেন, ‘এখন পর্যন্ত আমরা শিখছি কীভাবে দেশে ও বাইরের কন্ডিশনে বল করতে হয়। বল পুরান হয়ে গেলে কীভাবে রিভার্স করাতে হয় এবং রিভার্স করানোর জন্য যে টিম প্ল্যান থাকে সেটাও আমরা অনুসরণ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা শিখছি কীভাবে নতুন বল ও পুরান বলে এবং দেশে ও দেশের বাইরে কীভাবে বোলিং করতে হয়।’

এদিকে ম্যাচ বাঁচানোর জন্য শেষ বিন্দু দিয়ে লড়াই করবে নিউজিল্যান্ড। কোচ লুক রনকি বলেন, ‘শেষ দিনে আমাদের টার্গেট থাকবে সময় পার করা। আমরা ইতিবাচকভাবেই ক্রিকেট খেলব। যতটা লম্বা সময় ব্যাট করা যায়।’

তবে বাংলাদেশ দল এখন আর ড্র-র কথা চিন্তা করছে না। টার্গেট একটাই জয়। এখন দেখার বিষয়, অতীত থেকে শিক্ষা নিয়ে শেষ দিনে স্নায়ুকে ধরে রেখে কেমন করে বাংলাদেশ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর