শিরোনাম
বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
অ্যাশেজ সিরিজ

সিডনি টেস্ট শুরু আজ

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজের প্রথম তিন ম্যাচ খেলেই সিরিজ হেরেছে ইংল্যান্ড। হাতে থাকা দুই ম্যাচে নিজেদের সম্মান রক্ষার আশায় মাঠে নামছে তারা। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই পুরনো দল।

অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে জয়ের পর অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে জয় করে ২৭৫ রানে। তৃতীয় টেস্টে ইনিংস ও ১৪ রানে জিতে ইংল্যান্ডকে লজ্জা উপহার দেন প্যাট কামিন্সরা। চতুর্থ টেস্টে ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ইংল্যান্ড। মান রক্ষার এই ম্যাচে তারা দলে নিয়েছে অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডকে। ওলি রবিনসনের পরিবর্তে দলে আসছেন তিনি। ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নের ব্যর্থতা ঘুচাতে পারবেন ব্রড? টানা তিন পরাজয়ের পর ইংলিশ ক্রিকেটারদের নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে মিডিয়ায়। ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্পের মতে, এই সমালোচনা সহ্য করার মতো বয়স এখনো হয়নি দলের অনেকেরই। তিনি বলেন, ‘এই কারণে স্টুয়ার্ট ব্রডকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর