বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শার্দুলের ৭ উইকেট

ক্রীড়া ডেস্ক

শার্দুলের ৭ উইকেট

জোহান্সবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তিন টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ২০২ রান করে বিপদেই পড়েছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকাকে অল্পতেই থামিয়ে দিয়ে দলের সামনে দারুণ সুযোগ এনে দিলেন শার্দুল ঠাকুর। একাই ৭ উইকেট শিকার করেন মাত্র ৬১ রান খরচ করে। তার দুরন্ত বোলিংয়ে ২২৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা।

বিরাট কোহলিকে ছাড়াই দ্বিতীয় টেস্টে খেলতে নামে ভারত। কাগিসো রাবাদা এবং ডুয়ানে অলিভিয়ের ৩টি করে উইকেট শিকার করে ভারতের প্রথম ইনিংসে ধ্বস নামান। কিন্তু বোলারদের এই সফলতা কাজে লাগাতে পারল না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ২২৯ রানেই শেষ হয় প্রোটিয়াদের প্রথম ইনিংস। মাত্র ২৭ রানের লিড নেয় তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন কেগান পিটারসেন। এছাড়াও বাভুমা ৫১ ও এলগার ২৮ রান করেন। ভারতের পক্ষে ৭টি উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। ক্যারিয়ার সেরা বোলিং করলেন তিনি। এর আগে ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছিলেন শার্দুল। এছাড়াও ভারতের পক্ষে মোহাম্মদ সামি ২টি ও যশপ্রীত বুমরাহ ১টি করে উইকেট শিকার করেন। নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে গতকাল দিনশেষে ভারত ২ উইকেটে ৮৫ রান সংগ্রহ করেছে। চেতেশ্বর পুজারা (৩৫*) ও রাহানে (১১*) উইকেটে টিকে আছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর