শিরোনাম
বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সেই কমলাপুরেই হচ্ছে পেশাদার লিগ!

ক্রীড়া প্রতিবেদক

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের অনুপযোগী টার্ফ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ টার্ফ বলেই ফেডারেশন কাপ খেলছে না তিন ক্লাব। অনুপযোগী টার্ফে ফুটবলারের ইনজুরির সংখ্যা বেড়েই চলেছে। তবুও অনড় লিগ কমিটি। তারা ঝুঁকিপূর্ণ টার্ফেই পেশাদার লিগ আয়োজন করবে। লিগের শিডিউল এখনো ঠিক হয়নি। ফেডারেশন কাপ শেষের পরই সূচি ঘোষণা করবে। চলতি মাসেই দেশ সেরা আসর হবে।

বাফুফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এবার ঢাকার বাইরে একাধিক জেলায় লিগ হবে। ক্লাবগুলো তাদের নিজস্ব ভেন্যু পছন্দ করবে। তবে দুটি ক্লাব ইতোমধ্যে মৌখিকভাবে জানিয়েছে তারা কমলাপুরকে হোম ভেন্যু হিসেবে বেছে নিতে চায়। কেউ চাইলে লিগ কমিটির কিছু করার নেই। তাছাড়া কোনো ক্লাব যদি ঢাকায় অন্য কোথাও হোম ভেন্যু করতে চায় তা লিগ কমিটি যাচাই-বাছাই করে দেখবে।’ তিনি বলেন, ‘লিগের আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভা হতে পারে। সেখানে অধিকাংশ ক্লাব আপত্তি জানালে তখন না হয় বিকল্প কিছু ভাবা যাবে।’

সর্বশেষ খবর