বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

এই জয় সবচেয়ে আলাদা

এই জয় সবচেয়ে আলাদা

জিম্বাবুয়ে হোক আর আয়ারল্যান্ড হোক, যে কোনো দলের বিপক্ষে জয় সব সময়ই আলাদা। আমার দৃষ্টিতে প্রত্যেকটি জয়ের অন্যরকম একটি গুরুত্ব রয়েছে। আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারিয়েছি। তারপরও আমি মনে করি নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়টি অন্যগুলোর চেয়ে সম্পূর্ণভাবে আলাদা।

আপনি হোম সিরিজের সুবিধা নিয়ে যে কোনো দলকে হারাতে পারেন। একই রকম কন্ডিশন থাকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাকেও হারাতে পারেন। জিততে পারেন যে কোনো ট্রফি। আমি বলব বিশ্বকাপ ছাড়া অন্য কোনো ট্রফি কিংবা জয়ের চেয়ে এই জয়টি অনন্য এবং অসাধারণ। গত ৫ বছরের কিংবা সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের বিচারে আমার মনে হয় কেউই ভাবতে পারেনি বাংলাদেশ জিতবে। অনেকের কাছে হয়তো অবিশ্বাস্য লেগেছে জয়টি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, অসাধারণ ক্রিকেট খেলে বাংলাদেশ টেস্ট জিতেছে। টেস্ট জিততে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই দারুণ পারফরম্যান্স করতে হয়। মাউন্ট মঙ্গানুইয়ে তিন বিভাগেই দারুণ ক্রিকেটে খেলেছেন মুমিনুলরা। এক-দুইজন হয়তো খুব ভালো খেলতে পারেননি। তারপরও আমি বলব এই জয় টোটাল টিমওয়ার্কের ফল। মাহমুদুল হাসান জয়ের কথা আমি আলাদাভাবে বলব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর