বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

এমন সুন্দর ভোর আরও আসুক

এমন সুন্দর ভোর আরও আসুক

চতুর্থ দিনেই বুঝে ফেলেছিলাম ক্রিকেটে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বাস করবেন না শেষদিনের ম্যাচ কখন গড়াবে তা নিয়ে ছটফট করছিলাম। রাতে ঘুমানোর চেষ্টা করেও লাভ হচ্ছিল না। দৃষ্টি ছিল মাউন্ট মঙ্গাইনুর টেস্টের দিকে। সত্যিই বলতে কী ভয়ও লাগছিল। কেননা এমন সুবিধাজনক অবস্থায় থেকেও আমরা তীরে তরী ডুবিয়েছি। কেউ কেউ বলছিলেন যদি দেড়শ রানও লিড নিতে পারে নিউজিল্যান্ড জিতে যাবে। সমর্থকরা টেনশনে কাঁপলেও মুমিনুলরা বড্ড সতর্ক হয়ে খেলেছেন। জয় যেন ফসকে না যায়। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতেই নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ। ১০ বছর ধরে এশিয়ার কোনো দেশই নিউজিল্যান্ডের বিপক্ষে কুলিয়ে উঠতে পারছিল না।

সেখানে আমরা পেরেছি। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। বাংলাদেশের ক্রিকেটারদের উৎসব দেখে আনন্দে আমার চোখে পানি এসে যায়। টি-২০ বিশ্বকাপে খারাপ করার পর কী যে সমালোচনা। আরে ভাই সব দিনতো একরকম যায় না। এটা অনেকে বুঝতে চান না। ভারতের মতো দলওতো টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি। তাই বলে কী তারা শেষ হয়ে গেছে। নিউজিল্যান্ডের মাটিতে মুমিনুলরা জয় পেয়ে দেখিয়ে দিলেন বাংলাদেশের সামর্থ্য। আমি ফুটবলার তারপরও বলব বিদেশে গেলে যখন মাশরাফি, সাকিব ও মুশফিক ভাইদের নাম শুনি গর্বে আমার বুক ভরে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর