শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সিডনি টেস্ট

দুঃস্বপ্নের পর বেয়ারস্টোর লড়াই

ক্রীড়া ডেস্ক

দুঃস্বপ্নের পর বেয়ারস্টোর লড়াই

অস্ট্রেলিয়ান বোলারদের তান্ডবে সিডনিতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ইংল্যান্ড। মাত্র ৩৬ রানেই তারা টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে রীতিমতো খাদে পড়ে যায়। দুঃস্বপ্নের মধ্য দিয়ে প্রথম ইনিংস শুরু করে ইংল্যান্ড। এরপর জনি বেয়ারস্টো ও বেন স্টোকস মিলে পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে যেন খাদ থেকে টেনে তোলেন।

তৃতীয় দিন শেষে ১০৩ রানে অপরাজিত রয়েছেন বেয়ারস্টো। ৬৬ রান করে ড্রেসিংরুমে ফিরে গেছেন স্টোকস। দিন শেষে সাত উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দাপটের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। দলের বিপদে হার ধরতে পেরে ভীষণ খুশি বেয়ারস্টো, ‘আমি খুবই গর্বিত যে দলের বিপর্যয়ে লোয়ার ব্যাসম্যানদের নিয়ে লড়াই করছি।’

নিজের ইনিংসের শুরু দিকে প্যাট কামিন্সের বল সরাসরি গিয়ে আঘাত করে বেয়ারস্টোর ডান আঙুলে। মনে হচ্ছিল, আর খেলতেই পারবেন না। কিন্তু দলের কঠিন পরিস্থিতিতে ব্যথা ভুলে দাঁতে দাঁত চেপে লড়াই করে গেলেন ইংলিশ ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সেঞ্চুরিটা আদায় করে নিলেন। বেয়ারস্টোর ক্যারিশমায় ম্যাচে ফিরেছে ইংল্যান্ড। ‘ওই সময় খেলাটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। কিন্তু খেলার যে পরিস্থিতি ছিল তাতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেই বাধ্য হয়েছি।’

আজ সকালেকি খেলতে পারবেন বেয়ারস্টো? ইংলিশ ব্যাটসম্যান বলেন, ‘একটি এক্স-রে করা হয়েছে। এর রিপোর্টটা পাব কাল (আজ) সকালে। তবে আমার বিশ্বাস, খেলা চালিয়ে যেতে পারব।’

এখনো অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৮ রানে পিছিয়ে ইংল্যান্ড। হাতে রয়েছে তিন উইকেট। বেয়ারস্টো অপরাজিত রয়েছেন বলেই ভরসা পাচ্ছে ইংল্যান্ড। আরেক প্রান্তে অপরাজিত রয়েছেন লিচ। এখন বেয়ারস্টোর ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের স্কোর শেষ পর্যন্ত কত হবে।

সর্বশেষ খবর