শিরোনাম
রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আতঙ্কের ক্রাইস্টচার্চে আনন্দে শুরু

বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

আতঙ্কের ক্রাইস্টচার্চে আনন্দে শুরু

যে ঘটনায় এখনো গা শিউরে ওঠে। এই ক্রাইস্টচার্চে আগের সফরে একটুর জন্য প্রাণে বেঁচে গেছে পুরো বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৯ সালের ১৫ মার্চ। পরদিন ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট। সেদিন ক্রিকেটারদের জুমার নামাজ পড়ার কথা স্টেডিয়ামের পাশের মসজিদে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের খানিক বেশি সময় লেগে যায়। আর এই দেরি হওয়াতেই ভয়াবহ এক ট্র্যাজেডির হাত থেকে রক্ষা পায় দল। এক বন্দুকধারী মসজিদে ঢুকে রক্তের সাগর বইয়ে দেন। খুন করেন ৫১ জন মুসল্লিকে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা খবরটা পান মসজিদে যাওয়ার পথেই।

এই ভয়বাহ ঘটনার পর টেস্ট না খেলে দ্রুত দেশে ফেরেন ক্রিকেটাররা। তারপর ট্র্যাজেডির সেই শহরে আজ খেলতে নামছে টিম বাংলাদেশ। তবে সেই আতঙ্কের ক্রাইস্টচার্চে টাইগারদের জন্য অপেক্ষা করছে ‘আনন্দ’। কারণ, সিরিজে এক ১-০তে এগিয়ে থেকে খেলতে নামছেন মুমিনুলরা।

বাংলাদেশ জিতলে নিউজিল্যান্ড হবে হোয়াইটওয়াশ। যা হবে টেস্ট ইতিহাসেরই উল্লেখ্যযোগ্য এক ঘটনা। ড্র হলেও প্রথমবারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ। সেটাও একটা নতুন ইতিহাস। এমনকি হারলেও নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ সমতায় শেষ করার স্বস্তি।

সব কিছু মিলে এই টেস্টে বাংলাদেশের হারানোর কিছু নেই। কিন্তু পাওয়ার আছে অনেক কিছু।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এর আগে মাত্র একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। হেরেছে ৯ উইকেটের ব্যবধানে। কিন্তু সেই পরিস্থিতি আর এই পরিস্থিতি এক নয়। প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ে জিতে টাইগাররা ম্যাচের ফোকাস যেন নিজেদের দিকে টেনে নিয়েছে।

যদিও এই ভেন্যুতে নিউজিল্যান্ড অপ্রতিরোধ্য এক দল। তারা মাত্র একটি ম্যাচ হেরেছে এখানে। প্রথম ম্যাচে পাওয়া ৮ উইকেটের দুরন্ত জয় বাংলাদেশকে আত্মবিশ্বাসী করেছে। এ ম্যাচেও জয়ের প্রত্যয় নিয়ে মাঠে নামছে মুমিনুলরা।

সিনিয়র বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছাড়াই নিউজিল্যান্ডের মাটিতে জয় পাওয়ার টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তরুণ ক্রিকেটারদের নিয়ে এবার ক্রাইস্টচার্চ জয় করতে চান ডমিঙ্গো। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার কোচ বলেন, ‘আগের সংবাদ সম্মেলনেই বলেছি, এটা তারুণ্যনির্ভর একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি যারা আগে নিউজিল্যান্ডে খেলেছেন। এই তরুণরা বাংলাদেশের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোনো দলই সিরিজ জিততে পারেনি। কিন্তু এরা পেরেছে। এরা জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে।’

ক্রাইস্টচার্চে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় টস। এই হ্যাগলি ওভালে আগের অধিকাংশ জয়ই পেয়েছে প্রথম ইনিংসে যে দল ফিল্ডিং করেছে। তাই আজ টস জিতলে প্রথমে ফিল্ডিং নিতে চান ডমিঙ্গো। তিনি বলেন, ‘টস অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করার দল। এখানে প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব।’

এই ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য ‘ডু অর ডাই’। প্রথম ম্যাচে হেরে টেস্টের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চাপের মধ্যে আছে। আর এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে চায় বাংলাদেশ। ডমিঙ্গো বলেন, ‘নিউজিল্যান্ড খুবই ভালো দল। তারা এই পরাজয়ে কষ্ট পাবে। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু চাপে থাকবে। এক-দুটি পরিবর্তন নিয়ে হয়ত মাঠে নামবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।’

প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করা মাহমুদুল হাসান জয় ইনজুরির কারণে খেলতে পারছেন না। তাই বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে। জয়ের পরিবর্তে সাদমান ইসলামের সঙ্গে কে ইনিংস ওপেন করতে নামছে তাও পরিষ্কার নয়। ডমিঙ্গো বলেন, ‘জয়ের ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই একটি পরিবর্তন আসতে চলেছে একাদশে। উইকেট দেখার পর চূড়ান্ত একাদশ বাছাই করা হবে।’

সর্বশেষ খবর