রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জয়ে টেলরকে বিদায় দিতে চায় নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

রস টেলর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন। আগের ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত নিউজিল্যান্ড এবার ঘুরে দাঁড়াতে চায়। জয়ের মধ্য দিয়েই বিদায় জানাতে চায় দীর্ঘদিনের সতীর্থ রস টেলরকে।

কিউই অধিনায়ক টম লাথাম ম্যাচের আগে বলেছেন, ‘আশা করছি এখানে (ক্রাইস্টচার্চে) আমরা দারুণ একটি জয় উদযাপন করব। পাশাপাশি গৌরবজনক একটি ক্যারিয়ারের (রস টেলরের) সমাপ্তিও দেখতে পাব।’ রস টেলর নিউজিল্যান্ডের জার্সিতে ১১১টি টেস্ট খেলে ৭৬৫৬ রান করেছেন (২২টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি)। নিউজিল্যান্ড অধিনায়কের মতে, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পুরোপুরিই ভিন্ন রকমের উইকেট থাকবে। সেখানে বাড়তি গতি পাওয়া যাবে। নিউজিল্যান্ডের বোলাররা এর

সুবিধা নিতে পারবেন বলে আশা করেন টম লাথাম। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল নিউজিল্যান্ডের জন্য অনেকটা দুর্গের মতোই। এখানে ৯টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৬টিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১টিতে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। একটি পরিত্যক্ত হয়েছে। এছাড়াও ২টি টেস্টে ড্র করেছে।

সর্বশেষ খবর