রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইতিহাস না পুনরাবৃত্তি

আবাহনী রহমতগঞ্জ ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস না পুনরাবৃত্তি

২০২২ সালটা ঢাকা আবাহনীর স্মরণীয় বছর। দেখতে দেখতে ক্লাবটির বয়স পঞ্চাশে দাঁড়াল। ১৯৭২ সালে ফুটবলে অভিষেক হলেও আবাহনীর ঘরে ট্রফি আসতে শুরু করে ১৯৭৪ সালে লিগ চ্যাম্পিয়ন হয়ে। এরপর শিরোপার ট্রফি শোকসে ভরে গেছে। আজও কি আরেক শিরোপার ট্রফি তাদের ঘরে যাবে। নাকি ইতিহাস গড়ে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে? বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী আজ ফাইনালে লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসের বিপক্ষে। বসুন্ধরা কিংস টুর্নামেন্ট খেলেনি। শক্তির বিচারে অন্য কোনো দল আবাহনী প্রতিপক্ষ হতে পারত। তা হতে দেয়নি পুরান ঢাকার রহমতগঞ্জ। রীতিমতো চমক দেখিয়ে আসরে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে। কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ও সেমিফাইনালে মোহামেডানকে হারিয়ে ট্রফি জেতার কাছে এসেছে। তাই যতই ফেবারিট বা শক্তিশালী বলি না কেন আবাহনীর ঘরেই যে ট্রফি যাবে তা নিশ্চিত নয়।

তবু আজকের ম্যাচে চোখ বন্ধ করেই আবাহনীকে ফেবারিট বলা যায়। তবে দলের পতুর্গিজ কোচ ম্যারিও লেমেসোর কণ্ঠে সতর্কতার সুর। গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘টার্গেট অবশ্যই শিরোপা। তবে রহমতগঞ্জও শক্তিশালী। ওরা গতিময় ফুটবল খেলে। ওদের আক্রমণভাগ খুবই শক্তিশালী। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলছি যে ম্যাচে জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি। আমাদের সেরাটা দিতে হবে। কোনোভাবেই সহজ সুযোগ হাতছাড়া করা যাবে না। মাঠে আবাহনীর নিয়মিত অধিনায়ক রাফায়েল অগস্তা ছিলেন না। ছিলেন দলের অভিজ্ঞ ফুটবলার নাবীব নেওয়াজ জীবন। দলীয় ম্যানেজার সত্যজিত দাস রূপুও ছিলেন।

সৈয়দ গোলাম জিলানি বলেন, ‘ফাইনালে টার্গেট তো একটাই শিরোপা। তবে আবাহনী খুবই শক্তিশালী দল। সেরাটা দিতে পারলেই বিজয় সম্ভব।’ অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ বলেন, দলকে শিরোপা উপহার দিতে আমরা উজার করে খেলব। হারজিত থাকবেই, তবুও বলব রেফারি যেন শক্তভাবে খেলা পরিচালনা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর