সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিদেশি রেফারি আনার দাবি সাইফের

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবলে বিদেশি রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার দাবি তুলেছে পেশাদার লিগের ক্লাব সাইফ স্পোর্টিং। ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন। তিনি বলেন, অর্থের কারণে যদি ভালোমানের রেফারি আনা সম্ভব না হয় তাহলে অন্তত দক্ষিণ এশিয়ার রেফারি আনা হোক। এর আগে কয়েকটি ক্লাব বিদেশি রেফারির দাবি তুলে। এবার যোগ হলো সাইফ স্পোর্টিং। ফেডারেশন কাপ আবাহনীর কাছে টাইব্রেকারে হেরে যায়। সেই ম্যাচে রেফারি সাইমনের বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন সাইফের ব্যবস্থাপনা পরিচালক।

সেমিফাইনালে সাইফ ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় পেনাল্টি লাভ করে। নিজেদের ডি-বক্সের ভিতর সাইফের এমেকাকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এমেরি বাইসেঙে প্রথম শটে জালে বল জড়ালেও আগেই সাইফের দুই খেলোয়াড় বক্সের ভিতর ঢুকে পড়লে রেফারি পুনরায় শট মারার সিদ্ধান্ত দেন। দ্বিতীয় দফায়ও এমেরি গোল করেন। কিন্তু রেফারির দৃষ্টিতে সেই শট নিয়ম বহির্ভূত না হওয়ায় পেনাল্টি বাতিল করে এমেরিকে হলুদ কার্ড দেখান। সাইফ কেন তাদের পেনাল্টি বাতিল হলো চিঠির মাধ্যমে বাফুফের কাছে জানতে চেয়েছে।

সর্বশেষ খবর