মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কোহলি খেলবেন কেপটাউন টেস্টে

কোহলি খেলবেন কেপটাউন টেস্টে

তিন টেস্ট ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। সেঞ্চুরিয়ানে ভারত জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বে। কিন্তু ইনজুরির জন্য খেলেননি জোহানেসবার্গ টেস্ট। হেরেছিল ভারত। আজ শুরু হচ্ছে কেপটাউন টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হলেও এটা সিরিজ নির্ধারণী। টেস্টে খেলবেন শতভাগ ফিট হওয়ার কোহলি। তবে ডান হাতি পেসার মোহাম্মদ সিরাজ এখনো সুস্থ হতে পারেননি। তাই তাকে নাও দেখা যেতে পারে আজ।

.তার জায়গায় খেলবেন উমেশ যাদব বা ঈশান্ত শর্মা। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ভারত জিতেছিল ১১৩ রানে। জোহানেসবার্গে হেরেছিল ৭ উইকেটে। সিরিজ নির্ধারণী টেস্ট খেলতে নামার আগে গতকাল অনুশীলন করেন ভারতীয় অধিনায়ক। অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে কোহলি বলেন, ‘আমি এখন পুরোপুরি ফিট।  সিরাজ ক্রমশ সুস্থ হয়ে উঠছে। তবে ম্যাচের জন্য পুরোপুরি ফিট নয়। জোরে বল করে, এমন বোলার ১১০ শতাংশ ফিট না থাকলে রিস্ক নেওয়া ঠিক হবে না। সিরাজ পুরোপুরি ফিট নয়। আমি ফিট  হয়েছি।’ দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। সেই টেস্ট খেলতে না পারায় আরও খারাপ লেগেছিল।’

সর্বশেষ খবর