শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আবারও জকোভিচের ভিসা বাতিল

আবারও জকোভিচের ভিসা বাতিল

করোনাভাইরাসের টিকা না নেওয়ায় দ্বিতীয়বারের মতো বাতিল করা হয়েছে নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা। এবার অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নিজের বিবেচনামূলক ক্ষমতা ব্যবহার করে ভিসা বাতিল করেছেন। তিনি বলেন, ‘অভিবাসন আইনের ১৩৩সি(৩) অনুচ্ছেদ অনুযায়ী জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে নোভাক জকোভিচের ভিসা প্রত্যাহার করছি। এতে জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।’ এর আগে প্রথমবার জকোভিচের ভিসা বাতিল করার পর উচ্চ আদালতের রায়ে গত সোমবার সেটি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল অস্ট্রেলিয়া। এবার অবশ্য ভিসা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ভিসা ফিরে পেয়ে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য ভালোভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছিলেন জকোভিচ। কিন্তু বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তার অংশগ্রহণ করাটাই এখন অনিশ্চিত হয়ে গেল। ১৭ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

সর্বশেষ খবর