সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অ্যাশলে বার্টির মিশন শুরু

ক্রীড়া ডেস্ক

অ্যাশলে বার্টির মিশন শুরু

শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। আজ প্রথম দিনেই মেয়েদের এককের শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি খেলতে নামবেন ইউক্রেনের লেসিয়া সুরেনকোর বিপক্ষে। গতবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে বার্টি হেরেছিলেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভার কাছে। গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা আজ প্রথম রাউন্ডে খেলতে নামবেন কলম্বিয়ার মেয়ে ক্যামিলা ওসোরিওর বিপক্ষে। ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের লক্ষ্যে খেলতে নামছেন জাপানি মেয়ে ওসাকা।

এদিকে ছেলেদের এককের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ভিসা বাতিল হওয়ায় খেলতে পারছেন না। তার পরিবর্তে সার্বিয়ার মিওমির কেসমানোভিচের মুখোমুখি হচ্ছেন ইতালির সালভাটোর। অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের একক থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন রজার ফেদেরার। এবার জকোভিচও টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের সামনে এবার দারুণ সুযোগ। অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে তিনিই কেবল খেলছেন এবার। ২০০৬ সাল থেকে ফেদেরার, নাদাল ও জকোভিচ ছাড়া কেবল স্ট্যান ওয়াওরিঙ্কা অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন। এবার নাদাল বিদায় নিলে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে।

সর্বশেষ খবর