সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নেতৃত্ব ছেড়েও প্রশংসিত কোহলি

নেতৃত্ব ছেড়েও প্রশংসিত কোহলি

শুধু ভারত নয়, এ মুুহ‚র্তে ক্রিকেট বিশ্বের মূল আলোচনায় বিরাট কোহলি। হঠাৎ করে সাদা পোশাক, লাল বলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন বর্তমান সময়ের সবচেয়ে আগ্রাসী ক্রিকেটার কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর টেস্ট নেতৃত্ব ছাড়ার কথা টুইট করেন কোহলি। ওই ঘোষণায় ভারতীয় ক্রিকেটে অধিনায়ক কোহলি ‘অধ্যায়’ চিরস্থায়ী হলো ব্ল্যাকহোলে। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কের হঠাৎ নেতৃত্ব ছাড়ার পেছনে অনেকে আবার কোচ রাহুল দ্রাবিড়কে খুঁজে পাচ্ছেন। ভারতকে ৪০ টেস্টে জয় উপহার দেওয়া কোহলি দায়িত্ব ছাড়লেও প্রশংসায় ভাসছেন সাবেক তারকা ক্রিকেটারদের।

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী স্পষ্ট করে বলেছেন, এটা কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত, ‘বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। অধিনায়কত্ব ছেড়ে দেওয়াটা তার ব্যক্তিগত ব্যাপার। ভবিষ্যতে দলকে আরও উঁচু জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে সে গুরুত্বপূর্ণ এক সদস্য হবে। দুর্দান্ত এক ক্রিকেটার সে।’ কোহলি টি-২০ বিশ্বকাপের পর প্রথম ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছাড়েন। তবে ২০২৩ সালের ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে অধিনায়কত্বেও আগ্রহের কথা জানিয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার  বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবার নিজেই সরে দাঁড়ান টেস্ট নেতৃত্ব থেকে।

সর্বশেষ খবর