সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ব্যাটিং বিপর্যয়ে টাইগার যুবাদের হার

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন। এবারও শিরোপা ধরে রাখার টার্গেটে রাকিবুল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেছে বাংলাদেশের যুবা ক্রিকেটাররা। গতকাল ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে টাইগার যুবাদের বিশ্বকাপ মিশন। বেসেটেরেতে ইংলিশ যুবাদের বিপক্ষে সাত উইকেটে হেরে গেছে বাংলাদেশ। বাঁ হাতি পেসার জশুয়া বয়ডেনের সুইংয়ে বিপর্যস্ত হয়েছে রাকিুবল বাহিনী। এতটাই নাকাল হয়েছে, গোটা ইনিংসে মাত্র চার ব্যাটার দুই অংকের রান করেছেন। তবে শেষ উইকেট জুটিতে ৪৬ রান করেন রিপন মন্ডল ও নাইমুর রহমান। রিপন ৩৩* ও নাইমুর ১১ রান করেন। এছাড়াও আইচ মোল্লাহ ১৩ ও মেহরাব ১৪ রান করেন। ৩৫.২ ওভারে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

ইংল্যান্ডের পক্ষে জশুয়া ৪টি, থমাস অ্যাসপিনওয়াল ২ উইকেট শিকার করেন। ৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫.১ ওভারে ৩ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ডের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন জ্যাকব বেথেল। এছাড়াও জেমস রিউ ২৬* ও জর্জ থমাস ১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রাকিবুল ও রিপন।

সর্বশেষ খবর