মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
বিপিএল ধামাকা

কোচদের অন্য চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

কোচদের অন্য চ্যালেঞ্জ

মাত্র দুই দিন পর মাঠে গড়াবে বিপিএল। শিরোপা যুদ্ধে নামতে প্রস্তুতিও শুরু করে দিয়েছে দলগুলো। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটাররা বেশ আগেই অনুশীলনে নেমেছেন। দলগুলোর বিদেশি ক্রিকেটাররা আসতে শুরু করেছে। বেশ কয়েকটি দল আবার বিদেশি কোচ নিয়ে অংশ নিচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মূল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তারপরও ফ্র্যাঞ্চাইজি দলটির কর্ণধাররা ইংল্যান্ড থেকে উড়িয়ে এনেছে স্টিভ রোডসকে। যিনি ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের হেড কোচ ছিলেন। বিপিএলে ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন। তার সহকারী হিসেবে কাজ করবেন সাকিব আল হাসানের ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুজনই বিদেশি কোচ। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পল নিক্সন চট্টগ্রামের মূল কোচ। তার সহযোগী হিসেবে কাজ করবেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার শন টেইট। সিলেট সানরাইজার্সকে কোচিং করাবেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার মারভিন ডিলন। খুলনা টাইগার্সকে কোচিং করাবেন দক্ষিণ আফ্রিকার গ্রেট অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। মিনিস্টার ঢাকাকে কোচিং করাবেন মিজানুর রহমান বাবুল।

স্টিভ রোডস বাংলাদেশের ক্রিকেটের পরিচিত মুখ। এই ইংলিশ কোচের কোচিংয়ে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জিতে। ওয়ানডে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিন জাতির টুর্নামেন্টে শিরোপা জিতেছিলেন মাশরাফিরা। কিন্তু বিশ্বকাপের ফল ভালো হয়নি বলে বিসিবি চুক্তি নবায়ন করেনি রোডসের সঙ্গে। ওয়ানডে বিশ্বকাপের পরপরই নীরবে টাইগারদের ছেড়ে চলে যান রোডস। তিন বছর পর ইংলিশ কোচ ফের বাংলাদেশে এসেছেন। আগে যেভাবে নীরবে চলে গিয়েছিলেন, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচিং করাতে ১৫ জানুয়ারি, শনিবার রোডস ঢাকায় আসেন অনেকটা নীরবে। কুমিল্লা দলে তার দায়িত্ব কী, এখনো পরিষ্কার করেনি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে শোনা যায়, কুমিল্লার হেড কোচ হিসেবে কাজ করবেন সালাউদ্দিন। উপদেষ্টা হিসেবে কাজ করবেন ইংলিশ কোচ। রোডস টাইগারদের দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দুই বছরের জন্য। দেড় বছরের মাথায় তাকে বিদায় নিতে হয়। পরোক্ষভাবে তাকে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার বেঞ্চমার্ক দিয়েছিল বিসিবি। কিন্তু দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে হারালেও সেমিফাইনাল উঠতে ব্যর্থ হয়েছিল। মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মুমিনুল হক, ফাপ ডু প্লেসিস, সুনিল নারাইন, মঈন আলি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েসদের কোচ রোডস আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট, ৯ ওয়ানডে খেলেছেন।

সাকিব এবারই প্রথম বরিশালে খেলছেন। সুজন ও নাজমুল আবেদীনের পরিকল্পনায় বিশ্বসেরা অলরাউন্ডার প্রথমবারের মতো শিরোপা উপহার দিতে চান ফরচুন বরিশালকে। দল নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান। কোচ নাজমুল আবেদীন বলেন, ‘মানসিকভাবে দলের ক্রিকেটাররা সবাই প্রস্তুত। সবাই জানে বিপিএল ভিন্ন ধারার ক্রিকেট। টি-২০ ক্রিকেটে ভিন্নভাবে খেলতে হবে।’ দলের মূল তারকা সাকিবকে নিয়ে বলেন, ‘সাকিবকে নিয়ে বিগ হিটিং, পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছি। তার বিগ শট খেলা জরুরি। সে যদি বড় হিট করতে পারে, তাহলে দলের জন্য অনেক ভালো হবে। সে একজন অভিজ্ঞ বোলার। তারপরও তার বোলিং নিয়ে কাজ করছি। আরও দু-তিন দিন কাজ করলে আশা করি, ঠিক হয়ে যাবে।’ বরিশালের হয়ে খেলতে গতকাল ঢাকায় পা রাখেন টি-২০ ক্রিকেটের অন্যতম ‘ফেরিওয়ালা’ ডোয়াইন ব্রাভো।

২১ জানুয়ারি শুরু ৬ দলের বিপিএল। খেলাগুলো হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ১৮ ফেব্রুয়ারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর