মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চাপেই দায়িত্ব ছেড়েছেন কোহলি!

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলি ভারতের টেস্ট নেতৃত্ব ছাড়ার পর নানাদিক নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। তার নেতৃত্বে ভারত ৬৭টি টেস্ট খেলে হেরেছে মাত্র ১৭টি। জয় ৪০টি। সময়ের সেরা অধিনায়ক কেন দায়িত্ব ছাড়লেন? সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন, অতিরিক্ত চাপের কারণেই টেস্ট নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছেন কোহলি। তিনি বলেন, ‘কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। টি-২০র অধিনায়কত্ব ছাড়ার পর থেকে খুবই চাপে ছিল বিরাট। তার ব্যাটিংয়ের উপরেও প্রভাব পড়ছিল। তা ছাড়া নেতৃত্ব আর উপভোগ করছিল না সে। তাই বাধ্য হয়ে চিন্তামুক্তভাবে খেলার জন্য অধিনায়কত্ব ছাড়তেই হতো। সেটাই করেছে কোহলি।’ পাঁচ মাসের মধ্যে সব ফরম্যাটের ক্রিকেট নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের তারকা কোহলি।

সর্বশেষ খবর