বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
বাফুফের ঘোষণা

কিংসের ভেন্যু বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স

ক্রীড়া প্রতিবেদক

কিংসের ভেন্যু বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ভেন্যু হিসেবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকে ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। গতকাল বাফুফের সিনিয়র সহসভাপতি ও কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্লাব নিজেদের মালিকানাধীন মাঠে লিগ ম্যাচ খেলতে যাচ্ছে। এ ছাড়া গতকালের সভায় লিগ শুরুর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল।

গতকালের সভায় এবারের লিগের জন্য সাতটি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে- বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম ও মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম। আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘ঢাকার বাইরে ছয়টি ভেন্যুর সঙ্গে এবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স থাকছে। বাফুফের একটি প্রতিনিধি দল গিয়ে মাঠ, যাতায়াত ব্যবস্থা, প্রেস বক্স, গ্যালারিসহ সবকিছু দেখেছে। কিছু কাজ বাকি রয়েছে, যেটা এ মাসের শেষ নাগাদ সম্পন্ন হবে।’ বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘বসুন্ধরা কিংসের ভেন্যু হিসেবে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে হওয়ায় আমরা দারুণ আনন্দিত। খুবই ভালোমানের মাঠ এটি।’ এ মাঠে ম্যাচ আয়োজনের ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের সব প্রস্তুতিই সম্পন্ন। ড্রেসিং রুম প্রস্তুত। অন্যান্য ফ্যাসিলিটির কাজও প্রায় শেষ। ২৫ জানুয়ারির মধ্যেই সব কাজ শেষ হবে বলে আশা করছি।’

লিগ শুরুর ব্যাপারে কথা ছিল, জাতীয় দল আন্তর্জাতিক ম্যাচ না খেললে লিগ এগিয়ে আনা হবে। তবে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও লিগ আগের তারিখেই অনুষ্ঠিত হচ্ছে। ক্লাবগুলোর দাবির ভিত্তিতেই নাকি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ দল নিয়ে লিগ আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

তবে এই লিগের সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এএফসির নির্দেশনা মেনে এ লিগ আয়োজন করছে বাফুফে।

সর্বশেষ খবর