বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

‘কোহলি’ ঝড় থামছেই না!

ক্রীড়া ডেস্ক

‘কোহলি’ ঝড় থামছেই না!

ভারতীয় ক্রিকেটে ‘সৌরভ গাঙ্গুলী বনাম বিরাট কোহলি’র লড়াইটা এখন ওপেন-সিক্রেট! কোহলি বিশ্বকাপের পর টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়লেন। সে অজুহাতে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে জোর করে সরিয়ে দেওয়া হলো। এরপর টেস্টের ক্যাপ্টেন্সি থেকে নিজেই সরে গেলেন কোহলি। ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়কের এভাবে সড়ে যাওয়ায় ক্রিকেট বিশ্বে যে আলোচনার ঝড় উঠেছে তা যেন কিছুতেই থামছে না!

কোহলির নেতৃত্বে ৬৮টি টেস্ট খেলে মাত্র ১৭টিতে হেরেছে ভারত। জয় ৪০টি। বাকি ১১ ম্যাচে ড্র। এমন আকাশচুম্বী সাফল্যের পরও এমন অধিনায়ককে বিদায় নিতে হলো!

হ্যাঁ, টেস্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন কোহলি! এমনটাই মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ, ‘চারদিকে যেভাবে কোহলির প্রশংসা হচ্ছে, তাহলে তাকে অধিনায়কত্ব ছেড়ে দিতে বাধ্য করা হলো কেন? রোহিত তো নিজেই ফিট নন, এ জন্য তিনি দক্ষিণ আফ্রিকা সফর করতে পারেননি। আর লোকেশ রাহুল অধিনায়ক হওয়ার যোগ্য নন। আমি সবার প্রতিক্রীয়া দেখলাম। সবাই যেন বিষয়টা মেনে নিয়েছে! তোমরা কি তবে কোহলির পদত্যাগের অপেক্ষায় ছিলে?’

টেস্টে ভারতের সর্বকালের সেরা অধিনায়কের এভাবে বিদায় যেন তার ভক্তরাও মেনে নিতে পারছেন না!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর