বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কেনিয়াকে উড়িয়ে দিলেন মেয়েরা

ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

ক্রীড়া প্রতিবেদক

কেনিয়াকে উড়িয়ে দিলেন মেয়েরা

মালয়েশিয়ার পর কেনিয়াকেও হারাল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কমনওয়েলথ গেমস বাছাই পর্বে বাংলাদেশ টানা দুই ম্যাচ জয় পেয়েছে। সালমা, রোমানাদের পরের খেলা রবিবার স্কটল্যান্ড এবং সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে। পাঁচ দলের বাছাই পর্বের শীর্ষ দল জুন-জুলাইয়ে বার্মিংহামে কমনওয়েলথ গেমস খেলার সুযোগ পাবে। কেনিয়ার বিপক্ষে ৮০ রানের জয়ের ম্যাচটিতে বেশ কয়েকটি রেকর্ডও হয়েছে। বাংলাদেশের মহিলা ক্রিকেটারের মধ্যে টি-২০ ও ওয়ানডে মিলিয়ে প্রথম হাজার রানের মাইলফলক গড়েছেন ফারজানা হক পিংকি। ৭ রানের ইনিংস খেলার পথে এ রেকর্ডটি গড়েন ফারজানা। ৬৪ ইনিংসে তার রান ১০০৫। কেনিয়ার বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তোলে বাংলাদেশ। এ রান তোলায় সপ্তম উইকেট জুটিতে টি-২০ ক্রিকেটে রেকর্ড গড়েন সালমা খাতুন ও রিতু মণি। ৯ ওভারে ৫০ রানে ৬ উইকেটের পতনের পর দুজন জুটি গড়ে ৭৫ রান যোগ করেন। যে কোনো দলের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে রেকর্ড। আগের রেকর্ড ছিল তানজানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদির। ২০১৯ সালে দুজনে উগান্ডার বিপক্ষে রুয়ান্ডায় সপ্তম জুটিতে তুলেছিলেন ৭২ রান। সপ্তম উইকেটে আগের সর্বোচ্চ জুটি ছিল মাত্র ৩৮ রানের। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ফারজানা হক ও লতা মন্ডল ওই রেকর্ড গড়েছিলেন। সালমা ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩২ বলে ৩ চারে এবং রিতু ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩৪ বলে ৩ চারে। ১২৬ রানের টার্গেটে ১২.৪ ওভারে ৪৫ রানে অলআউট হয় কেনিয়া। আফ্রিকান দেশটিকে গুঁড়িয়ে দেন স্পিনার নাহিদা আক্তার। ১২ রানে নেন ৫ উইকেট। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং পারফরম্যান্স। আগের সেরা পারফরম্যান্স ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পান্না ঘোষের ১৬ রানে ৫ উইকেট।

সর্বশেষ খবর